Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক্স হ্যান্ডেলে মারাত্মক অভিযোগ শুভেন্দুর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই। গতকাল থেকে যে ভয়াবহ চিত্র সামনে এসেছে খাস কলকাতার বুকে, যেখানে আনন্দপুরের কাছে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তারপর দমকল মন্ত্রীর ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন তুলেছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা গতকালই অভিযোগ করেছিলেন যে, সরকার ঘুমোচ্ছে এই সরকার পুরোপুরি ছুটির মুডে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। এমনকি দমকল থেকে শুরু করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি। আর আজ সোশ্যাল মিডিয়ায় সেই কথা তুলে ধরেই ভয়াবহ অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এই রাজ্যের বুকে সাধারণ মানুষের কেউ সুরক্ষিত নয়। বারবার করে এই অভিযোগ করে বিরোধীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন ভেঙে পড়েছে, ঠিক তেমনই মানুষ রাত্রিবেলা যে নিশ্চিন্তে ঘুমোতে যাবে, সেক্ষেত্রেও কারওর কোনো নিরাপত্তা নেই। অতীতেও একাধিকবার শহর কলকাতায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু তারপর থেকেও শিক্ষা না নিয়ে প্রশাসনের উদাসীনতা সামনে এসেছে। যার ফলে আনন্দপুরের কাছে একটি গোডাউনে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে, তার মধ্যে দিয়ে আরও একবার প্রশাসনিক গাফিলতি প্রমাণিত বলেই দাবি রাজ্যের বিরোধী দলনেতার।

এদিন আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তৃণমূল পরিচালিত প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এটা স্রেফ দুর্ঘটনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গাফিলতি ও ব্যর্থতার পরিণাম। আনন্দপুরে জলাজমি বুজিয়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে কারখানা। যে সরকার সুরক্ষা দিতে ব্যর্থ, অবৈধ নির্মাণ রোধে ব্যর্থ, তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। আমরি থেকে বড়বাজারকাণ্ড, এখন আনন্দপুর। কোনো শিক্ষা নেই, দায়ও নেই সরকারের! কোনো নজরদারি নেই, কোনো নিয়ম মানা হয় না। তালাবন্ধ গুদামে আটকে পড়েছিলেন অনেকে। কোনো পালানোর পথ ছিল না। ৩০ ঘণ্টা পর ঘটনাস্থলে গেলেন দমকলমন্ত্রী।”

Exit mobile version