Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আপনাদের নেতারা চোর” বিধানসভায় মোদী-শাহকে বেনজির আক্রমণ মমতার! জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ রাজ্য বিধানসভায় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যেখানে বিজেপি বিধায়করা রীতিমত মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় টানা স্লোগান দিতে শুরু করেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে “ভোট চোর, গদি চোর” বলে আক্রমণ করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্য বিধানসভা যা গণতন্ত্রের পীঠস্থান, সেখানে একেবারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর এই ধরনের আক্রমণকে খুব একটা সহজ ভাবে মেনে নিতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়করা বিক্ষোভ, স্লোগান দেখাতে শুরু করেন। আর তাতেই রীতিমত মেজাজ হারিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কদের একের পর এক আক্রমণ করতে শুরু করেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকেও ভোট চোর, গদি চোর বলে আক্রমণ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন আপনারা একটার পর একটা স্লোগান দিতে পারেন না। আমি ছাত্র আন্দোলনের প্রধান। আমি যখন স্লোগান দেব, সবকটা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার। কতক্ষণ ক্ষমতা আছে দেখি। লড়ে যাব। বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো, বিগ জিরো করে দেব। আগামী দিন আপনারা কেউ আসবেন না। মানুষ আপনাদের পাঠাবেন না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতদের সরকার, আপনাদের নেতারা চোর, আপনারা চোর। চুরি ডাকাতি করে বেঁচে আছেন। দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না!”

Exit mobile version