Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“আরবি সংস্কৃতির হাতে বাংলা” নীতিন নবীনের সামনেই ভয়ংকর কথা বলে বসলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ কিছুক্ষণ আগেই রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিছুদিন আগেই দায়িত্ব পেয়েছেন তিনি। আর দায়িত্ব পাওয়ার পরেই তিনি যে বাংলাকে পাখির চোখ করে বাংলার ক্ষমতা দখলের জন্য সর্বস্ব ভাবে ঝাঁপিয়ে পড়েছেন, তা আজ তড়িঘড়ি তার পশ্চিমবঙ্গ দিয়ে রাজ্য সফরের সূচনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। ইতিমধ্যেই দুর্গাপুরে পৌঁছে কমল মেলায় যোগ দিয়েছেন তিনি। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একেবারে বিজেপির সর্বকনিষ্ঠ নব নির্বাচিত সভাপতির সামনেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্যের শাসক দলের যে গোপন এজেন্ডা, যেভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে তারা বাংলার সংস্কৃতির সর্বনাশ করতে চলেছে, সেই বিষয়টি নিয়ে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার ফলে আরও একবার বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছেও স্পষ্ট হয়ে গেল যে, বাংলার কতটা ক্ষতি করছে এই রাজ্যের বর্তমান সরকার। অন্তত তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বর্তমানে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোরদার লড়াই দিচ্ছে বিজেপি। তবে এতদিন অনেকের মধ্যেই সংশয় ছিলো যে, রাজ্য বিজেপি এবং শুভেন্দু অধিকারীর মত নেতারা তো চোখে চোখ রেখে লড়াই করছেন। কিন্তু কেন্দ্রীয় বিজেপি চাইছে তো, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে? তবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার বঙ্গ সফরের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে যে, কেন্দ্রীয় বিজেপি এবার পশ্চিমবঙ্গ নিয়ে কতটা সিরিয়াস। তবে কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই আজ বাংলায় পৌছে গিয়েছেন নীতিন নবীন। আর তার সামনেই বাংলার সরকার কিভাবে সর্বস্ব ক্ষতি করার চেষ্টা করছে এবং কিভাবে আরবি সংস্কৃতি কায়েম করার চেষ্টা করছে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও একবার কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে এই বাংলাকে বাঁচাতে যে তৃণমূলকে সরাতেই হবে, সেই বিষয়টি তুলে ধরলেন তিনি।

এদিন দুর্গাপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে কমল মেলায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “স্কুলের বইটা দেখবেন খুলে, ক্লাস সেভেনের। সেখানে লেখা আছে, আকাশ নয় আসমান। সেখানে লেখা আছে, জল নয়, পানি। সেখানে লেখা আছে, কাকা নয়, চাচা। সেখানে লেখা আছে, বাবা নয়, আব্বা। আরবি সংস্কৃতির হাতে বাংলা যেতে দেব না। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমাদের রক্ষা করতে হবে।”

Exit mobile version