Site icon প্রিয় বন্ধু মিডিয়া

অরুপের পদত্যাগের সবটাই লোক দেখানো? দুই মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি শুভেন্দুর!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীতে যে ঘটনা ঘটে গেল, তারপর ব্যাপক প্রশ্নের মুখে পড়েছিল এই রাজ্যের সরকার। যেভাবে রাজ্যের দুই মন্ত্রী মেসিকে আগলে ছিলেন, যেভাবে দর্শকরা বহু টিকিট কেটেও তাদের স্বপ্নের নায়ককে দেখতে পারেননি, তা নিয়ে লণ্ডভণ্ড হয়েছে যুবভারতী। যুব সমাজের ক্ষোভ আছড়ে পড়েছে এই সরকারের বিরুদ্ধে। আর তা উপলব্ধি করতে পেরেই সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন লোক দেখানো নাটক শুরু করেছে তৃণমূল সরকার বলে দাবি করছে বিরোধীরা। গতকাল একটি চিঠি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। যদিও বা সেই চিঠির মধ্যে একাধিক ভুলে ভরা শব্দ রয়েছে। যা দেখে বিরোধীরা বলছেন, এই ব্যক্তি কি করে মন্ত্রী হতে পারেন? তবে এইসব পদত্যাগের যে কোনো অর্থ হয় না, সবটাই যে আই ওয়াশ, তা খুব ভালো করেই জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই গতকাল অরূপ বিশ্বাস যখন লোক দেখানো পদত্যাগ করেছেন, তখন গোটা বিষয়কে গুরুত্বই দিলেন না রাজ্যের বিরোধী দলনেতা।

গতকালই বহু বিতর্কের পর অবশেষে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। যদিও বা সেই চিঠির সারবতা নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে, তলায় তলায় সেটিং রয়েছে। কিন্তু বাস্তবে জনমানসে ভাবমূর্তি ভালো করতেই যে এই ধরনের পদত্যাগের নাটক, তা বুঝতে বাকি নেই বিরোধীদের। যে রাজ্যের মন্ত্রী পদত্যাগ করার জন্য সামান্য একটি প্যাড পর্যন্ত পান না, যার পদত্যাগের মধ্যে একাধিক ভুল শব্দ রয়েছে, সেখানে এই সমস্ত কিছুর কতটা বাস্তবসম্মত ভিত্তি রয়েছে, তা নিয়ে খোঁচা দিচ্ছে বিরোধীরা। আর সেই বিষয়টি তুলে ধরেই প্রকাশ্য সভা থেকে যুবভারতী কান্ডের পর অরূপ বিশ্বাসের এই পদত্যাগকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট দাবি, রাজ্যের যে দুজন মন্ত্রী সেদিন যুবভারতীতে মেসিকে ঘিরে ছিলেন, তাদের দুজনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে পদত্যাগ করে লাভের লাভ কিছুই হবে না।

গতকাল প্রকাশ্য সভা থেকে অরূপ বিশ্বাসের পদত্যাগ প্রসঙ্গে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আন্তর্জাতিক প্লেয়ার মেসিকে নিয়ে কি হলো, আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বললো, ডিজি রাজীব কুমারকে শোকজ। রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। বললেন, অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী। আমরা গ্রেপ্তার চাই। অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে গ্রেপ্তার করতে হবে। আপনারা যুবক ছেলেদের ইমোশন নিয়ে খেলেছেন। টাকাগুলো ফেরত দিতে হবে। আপনার পুলিশ দর্শকদের পিটিয়েছে। যাদের জেলে ভরেছেন, আগে তাদের জামিন দিন। তারপর আপনার সঙ্গে কথা হবে।”

Exit mobile version