Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাবরি মসজিদের শিলান্যাসের দিনেই পথে শুভেন্দু! তৃণমূলকে চাপে রেখে শৌর্য দিবস বিজেপির!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। তৃণমূল তাকে সাসপেন্ড করলেও তলায় তলায় তাদের সমর্থন এর পেছনে নেই তো? তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। আজকের দিনে বাবরি মসজিদের কেন শিলান্যাস হবে, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তিনি জানিয়ে দিয়েছিলেন, এই দিনটিকে তারা শৌর্য দিবস হিসেবে পালন করবেন। আর সেই মতই তৃণমূল যখন কলকাতার বুকে সংহতি দিবস পালন করছে, যখন সেখানে সেকুলারিজমের বার্তা দিচ্ছে, তখন পাল্টা হিন্দু সনাতনীদের সাথে নিয়ে পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আজ দিনভর সরগরম ছিল রাজ্য রাজনীতি। একদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেন বিধায়ক হুমায়ুন কবীর। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে আজকের দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করা হয়। যেখানে অন্যান্য বারে্য থেকে আজকের এই কর্মসূচিকে আরও বৃহৎ আকারে পালন করার চেষ্টা করেছিল রাজ্যের শাসক দল। তবে এই দিনটিকে যে তারা শৌর্য দিবস হিসেবে পালন করবেন, তা জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই মতই হিন্দুত্ববাদী একাধিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতিতে সেই কর্মসূচি পালন করলেন তিনি।

জানা গিয়েছে, আজ স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। যে কর্মসূচির নাম দেওয়া হয় শৌর্য দিবস। আর সেই কর্মসূচিতেই শামিল ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও বিজেপির অনেক নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষরাও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষে স্থাপত্যকে প্রাধান্য দিয়ে তৃণমূলকে একা ময়দান ছেড়ে দিয়ে, বাবরি মসজিদ নিয়ে কেউ বা কারা যতই লাফালাফি করুক বা সংহতি দিবস নিয়ে যতই তৃণমূল একা মাইলেজ নেওয়ার চেষ্টা করুক, তা কিন্তু হতে দিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও পাল্টা এই কর্মসূচির মধ্যে দিয়ে হিন্দু সনাতনীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version