Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাবরি মসজিদ তৈরিতে অর্থ প্রদান ঘিরেও জালিয়াতি? সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হুমায়ুনের!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ইতিমধ্যেই বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। তারপর তিনি যে নগদ টাকা পেয়েছেন এবং যেভাবে অনেক মানুষ অনলাইনে টাকা দিচ্ছেন, তা রীতিমত কোটি ছাড়িয়ে গিয়েছে। এত অর্থ কথা থেকে এলো, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। আর এসবের মধ্যেই বাবরি মসজিদ তৈরি করার জন্য যে কিউআর কোড তৈরি করা হয়েছিল ট্রাস্টের পক্ষ থেকে, তা নিয়েও উঠলো জালিয়াতির অভিযোগ। যে ঘটনায় এবার সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন হুমায়ুন কবীর।

ইতিমধ্যেই হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্যাস করার পর প্রচুর পরিমাণ অর্থ এই মসজিদ নির্মাণের জন্য দান করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তার বাড়িতে একের পর এক ট্রাঙ্ক থেকে অর্থ গোনার কাজ চলছে। কিউআর কোডের মাধ্যমেও অনেকে অনলাইনে প্রচুর অর্থ জমা দিচ্ছেন। কিন্তু এবার সেখানেও শুরু হয়ে গেল জালিয়াতি? ইতিমধ্যেই সেই ব্যাপারে বিস্ফোরক অভিযোগ করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তার দাবি, এই কিউআর কোডের ক্ষেত্রেও জালিয়াতি করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। যেখানে তিনি বলেন, “সাইবার ক্রাইমে যারা দু নম্বরি করছে, ওদের একটা চক্র রয়েছে। আমি থাইবার ক্রাইমে সম্পূর্ণ বিষয়টা লিখিতভাবে জানিয়েছি। তারা দেখছে। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে। সেই ট্রাস্টের ওপর ভরসা করে অনেকে সরাসরি অর্থ দিচ্ছেন, অনেকে অনলাইনে ফোন পে, গুগল পেতে টাকা পাঠাচ্ছেন। কিন্তু কেউ কেউ ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করে কিউআর কোড ছেড়ে দিয়েছে যে, এখানে টাকা দিন, বাবরি মসজিদ হবে। এগুলো সবটাই জালিয়াতি। যারা এসব করছে, তারা করবে। কিন্তু আমাদের কাজ আমরা করবো। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করব।”

Exit mobile version