Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বালি পাচার চক্রের দুর্নীতি! প্রশ্ন করতেই “ভাইপো, ভাইপো” বলে গর্জে উঠলেন শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের সর্বত্র দুর্নীতি। চাকরি থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ পর্যন্ত তৃণমূল ধ্বংস করে দিচ্ছে বলেই অভিযোগ বিরোধীদের। ইতিমধ্যেই অবৈধ বালি পাচার চক্রের তদন্ত করতে গিয়ে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথম দিন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন, এর পেছনে ভাইপো রয়েছে। আর আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও একবার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তিনি।

প্রসঙ্গত, অবৈধ বালি পাচার চক্রে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিক জায়গায় পৌঁছে গিয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে তারা তদন্ত শুরু করেছে। যেখানে সৌরভ রায় নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল অংকের টাকা উদ্ধার করেছে তারা। বিরোধীরা দাবি করছে, এর পেছনে তৃণমূল কংগ্রেসের অনেক বড় বড় মাথার যোগ রয়েছে। কারণ তাদের কাছেই এই বালি পাচারের টাকা পৌঁছে যায় আর এদিন সেই রকমই আরও একটি তথ্য দিয়ে তৃণমূলের একেবারে ওপরতলার অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ঠিক কি বললেন তিনি?

এদিন শুভেন্দুবাবুকে বালি পাচার চক্রের যে বিস্তৃতি, সেটা কতদূর পর্যন্ত এগোতে পারে! তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। আর সেই প্রশ্ন করতেই রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ভাইপো, ভাইপো।‌ সৌরভ রায়। লুট। আউশগ্রামের লালন শেখ। পাণ্ডবেশ্বরের গৌতম দেবনাথ, সিউড়ির জাকির। কে নেই?” অর্থাৎ শুভেন্দুবাবু এই ছোট্ট মন্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট করে দিতে চাইলেন যে, বালি পাচার চক্রের ক্ষেত্রে তৃণমূলের একদম ওপরতলার ভয়ংকর যোগ রয়েছে। একদম নীচুতলা থেকে ওপরতলা পর্যন্ত একটা প্রকট দুর্নীতি এই ক্ষেত্রে চলছে এবং তা লুটের আকার নিয়েছে বলেই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে ঘাসফুল শিবিরের কাছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version