Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাঙালি হেনস্থা নিয়ে মমতার গর্জন! “কুমিরের কান্না” বলে পাল্টা চোখা প্রশ্ন মিঠুনের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ এর নির্বাচনের আগে সব থেকে বেশি বাঙালি প্রেমী হওয়ার চেষ্টা করছেন। তিনি প্রত্যেকটি সভা সমিতিতে দাবি করছেন যে, বাংলা ভাষার ওপর সন্ত্রাস নেমে আসছে, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে। কিন্তু আসলে যে এটা ভোটে লড়াই করার একটা চেষ্টা এবং বাঙালিদের ভোট পাওয়ার জন্য সিমপ্যাথি আদায়, তা বুঝতে বাকি নেই বিজেপির। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা ধরে ফেললেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শুধুমাত্র ভোটে জেতার জন্যই যে এই সমস্ত মিথ্যে অভিযোগ করা হচ্ছে, সেই ব্যাপারে স্পষ্ট দাবি করলেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা চোখা চোখা প্রশ্ন ছুড়ে দিলেন মহাগুরু।

বস্তুত, বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সমস্ত শাখা সংগঠনকে বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের ওপর হেনস্থা হচ্ছে, এই বিষয়কে সামনে রেখে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন। এমনকি সরকারি অনুষ্ঠান থেকেও বাংলা ভাষার ওপর যে আক্রমণ হচ্ছে, তার প্রতিবাদে সমস্ত মানুষকে পথে নামার বার্তা দিয়েছেন তিনি। আর সেই বিষয়েই পাল্টা মুখ্যমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেলে দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার বক্তব্য, হিন্দু বাঙ্গালীদের প্রতি কি ওনার বিন্দুমাত্র দরদ রয়েছে? যদি তাই থাকে, তাহলে বাংলাদেশে যখন হিন্দুদের কচুকাটা করা হয়েছিল, তখন উনি কিছু বলেননি কেন?

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর এই বাঙ্গালীদের প্রতি হেনস্থা নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগকে কার্যত খণ্ডন করে দেন মিঠুন চক্রবর্তী। তিনি পাল্টা মুখ্যমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে বলেন, “ওনার বাঙ্গালীদের নিয়ে এই ধরনের কথা, নাকি হিন্দু বাঙ্গালীদের নিয়ে এই ধরনের কথা? যদি হিন্দু বাঙ্গালীদের নিয়ে ওনার বিন্দুমাত্র দরদ থাকে, তাহলে বাংলাদেশে হিন্দুদের কচুকাটা করা হয়েছিল, তখন উনি কিছু বলেননি কেন? তাহলে তো এটা কুমিরের কান্না ছাড়া আর কিছু নয়। আসলে অন্য কিছু দিয়ে হচ্ছে না। তাই এই বিষয় এনে ভোট নিতে হবে, তাই ভোটে জেতার জন্য এই সমস্ত কথা বলছেন।”

Exit mobile version