প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিভিন্ন প্রশাসনিক সভা বা দলীয় সভা থেকে বাঙালি হেনস্থা নিয়ে সোচ্চার হচ্ছেন। তার অভিযোগ যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হেনস্থা হচ্ছে। আর মুখ্যমন্ত্রীর সেই অভিযোগকে পাল্টা খণ্ডন করছে বিজেপি। কোথাও কোনো বাঙালি হেনস্থা হচ্ছে না বলে দাবি করছে তারা। তবে সেই সবের মাঝেই একটি বাঙালি হেনস্থার ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করতেই তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবার সেই ভিডিওর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী।
বলা বাহুল্য, সোমবার দিল্লিতে বাঙালি হেনস্থা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভিডিওকেই চ্যালেঞ্জ করে এবার পাল্টা দিল্লী পুলিশের সাইবার ক্রাইমে চিঠি দিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। যেখানে এই ভিডিওকে সাজানো ভিডিও বলে দাবি করেছেন তিনি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বাঙালি হেনস্থার যে অভিযোগ এবং ভিডিও, তাকে কার্যত মিথ্যাচার বলেই বুঝিয়ে দিলেন এই বিজেপি সাংসদ। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
বিজেপির দাবি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় মিথ্যাচার করা চেষ্টা করছেন। তিনি বুঝে গিয়েছেন যে, পশ্চিমবঙ্গে ২০২৬ এর নির্বাচনে আর তার ক্ষমতায় আসা হবে না। সেই কারণে তিনি এখন বিভ্রান্তিকর কথা বলে বাঙালি হেনস্থা হচ্ছে বলে বিজেপিকে খাটো করার চেষ্টা করছেন। তবে মুখ্যমন্ত্রী যে সমস্ত ভিডিও পোস্ট করেছেন, তা একেবারেই সত্যের সঙ্গে মিথ্যাচার। তাই বিজেপি সাংসদ তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিয়েছেন। আর এর ফলে মুখ্যমন্ত্রীর আসল মিথ্যাচারের মুখোশ খুলে যাবে এবং কোথাও কোনো বাঙালি হেনস্থা হচ্ছে না বলে সঠিক তথ্য প্রকাশ্যে আসবে বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।