Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় আক্রান্ত মহিলা সাংবাদিক, মোদীর বক্তব্যে উঠে এলো সেই কথাও! একি বললেন প্রধানমন্ত্রী?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকেই বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার সঠিক খবর থাকে না। কিন্তু তিনি যে বাংলার প্রত্যেকটি খবর সম্পর্কে অবগত, তা দিনের আলোর মত আজ স্পষ্ট হয়ে গেল। গতকালই উত্তপ্ত বেলডাঙ্গায় আক্রান্ত হয়েছিলেন জি ২৪ ঘন্টার সাংবাদিক সোমা মাইতি। যে ঘটনা সমালোচনার ঝড় তুলে দিয়েছিল গোটা রাজ্য জুড়ে। আর আজ মালদহের পরিবর্তন সংকল্প সভা থেকে সেই কথা উল্লেখ করে তৃণমূলের গুন্ডাগিরির বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই রাজ্যে যে লাগাতার অনাচার, যে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। অনেকে আবার বলতে শুরু করেছেন যে, প্রধানমন্ত্রীর কাছে সমস্ত খবর সঠিকভাবে পৌঁছয় না। কারণ একটা বড় সেটিং রয়েছে। তাই দেখেও বাংলার পরিস্থিতির দিকে না দেখার ভান করে কেন্দ্র। তবে সমস্ত খবর যে তার কাছে রয়েছে, তা আজ মালদহের সভা থেকেই বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল উত্তপ্ত বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে যে মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন, আজ সেই ঘটনার কথা তুলে ধরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

এদিন মালদহের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বলেন, “কাল দেখলাম, মহিলা সাংবাদিক নিগৃহীত। কত অসভ্যতা করা হয়েছে। তৃণমূলের আমলে স্কুল, কলেজেও মহিলারা সুরক্ষিত নয়‌। নির্মমতা এতটাই যে, মহিলাদের কথা শোনা হয় না। নির্যাতিতাদের কোর্টে যেতে হয়। এই পরিস্থিতি বদলাতে হবে। এই কাজ কে করবে? আপনাদের একটা ভোট করবে। আপনাদের ভোট পশ্চিমবঙ্গের পুরনো গৌরব ফেরাবে। তৃণমূলের গুন্ডাগিরি বেশিদিন চলবে না। এর শেষ হবে।”

Exit mobile version