Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় আসার আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট! তৃণমূলকে তুলোধোনা করলেন মোদী!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন বিজেপি কর্মীদের মধ্যেও একটা সংশয় ছিল যে, তারা তো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার জন্য লড়াই দিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব চায় তো, বাংলা দখল করতে? অনেকে আবার বলতে শুরু করেছিলেন, পশ্চিমবঙ্গ কোনোদিনই বিজেপি দখল করতে পারবে না। কারণ তাদের ওপর তলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের একটা গোপন সেটিং রয়েছে। তবে সেই সেটিংয়ের গল্পকে কার্যত উড়িয়ে দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ফলাফলের দিনেই বুঝিয়ে দিয়েছেন যে, এবার তাদের একমাত্র টার্গেট বঙ্গ জয়। রাত পোহালেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। আর তার আগে তৃণমূলের অপশাসন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করলেন, তাতে আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল যে, এবার বাংলায় তৃণমূলকে সরাতে সর্বস্বভাবে লড়াই দেবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রীতিমত উন্মাদনায় রয়েছে বঙ্গ বিজেপি। ২৬ এর নির্বাচনের দামামা এখনও বাজেনি। কিন্তু এসআইআর আবহে মতুয়া গড়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন এবং নির্বাচনের জন্য বিজেপি কর্মীদের কোনো মন্ত্র বেঁধে দেবেন কিনা, তা নিয়েও বিভিন্ন মহলে চর্চা চলছে। আর তার মাঝেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই যে এখন প্রধান বিষয়, তা স্পষ্ট করে দিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বুঝিয়ে দিলেন, তৃণমূলের শাসনে মানুষ অত্যন্ত বিরক্ত।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। একইসঙ্গে রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তৃণমূলের লুটপাট ও ভীতি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে। সেই কারণেই আজ বিজেপিই মানুষের একমাত্র আশা-ভরসা।”

Exit mobile version