Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় এবার ভয়ঙ্কর দৃশ্য! এই এলাকায় যা ঘটলো, চমকে উঠছে রাজ্য!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে বাংলা যেন অস্ত্রের ভান্ডার হয়ে উঠেছে। কলকাতার শিয়ালদহ থেকে শুরু করে ধর্মতলায় এক যুবক বাস থেকে নামতেই যেভাবে তার কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, তাতে চমকে উঠেছে বাংলা। আর এবার মুর্শিদাবাদের ঘটে গেল ভয়ংকর ঘটনা। যেখানে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো দুই ব্যাক্তিকে।

জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদের ডোমকলে হারুরপাড়া মাঠ এলাকায় গভীর রাতে তল্লাশি চালায় পুলিশ। আর সেখানেই দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। যার মধ্যে ছিল সেভেন এমএম পিস্তল, দেশি মাস্কেট এবং দুই রাউন্ড গুলি। পাশাপাশি টোটন মন্ডল এবং সাজিবুর শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

বলা বাহুল্য, সাম্প্রতিককালে শহর কলকাতা যেন অস্ত্রের আঁতুঘর হয়ে গিয়েছে, ধর্মতলায় এক যুবক বাস থেকে নামতেই তার কাছ থেকে প্রচুর কার্তুজ উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয়, একটি সেভেন এমএম পিস্তল এবং ম্যাগাজিন সাদ্দাম হোসেন নামে আরও এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়। আর তারপরেই তাকে গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিশ। অন্যদিকে গত মঙ্গলবার তপসিয়া থেকে একটি দেশি ওয়ান শাটার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যে ঘটনায় মহম্মদ ফাহেম এবং মহম্মদ ফৈয়াজ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

আর শহর কলকাতা এবং তারপর জেলায় জেলায় অর্থাৎ মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, তার পরে একটাই প্রশ্ন উঠছে যে, কেন এত অস্ত্র উদ্ধার হচ্ছে রাজ্য থেকে? কারা এই অস্ত্র মজুত করছে! কেন মূল মাথাকে ধরতে পারছে না প্রশাসন? আর অস্ত্র মজুতের পরেই কেন প্রশাসনের কাছে খবর আসছে! কেন আগেভাগে তা আটকানো যাচ্ছে না? স্বাভাবিক ভাবেই প্রথমে শহর কলকাতা এবং তারপর মুর্শিদাবাদ জেলায় যেভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে রীতিমত চিন্তিত সাধারণ মানুষ।

Exit mobile version