Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় হবে SIR? বিতর্কের মাঝেই আজ মেগা বৈঠক মমতার! কি নির্দেশ মুখ্যমন্ত্রীর?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন প্রবল আশঙ্কা কাজ করছে এসআইআর নিয়ে। বিহারের মত বাংলাতেও কি ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন? এই নিয়ে যথেষ্ট চাপে রয়েছে রাজ্যের শাসক দল। বিজেপির দাবি, এই ভোটার তালিকায় সংশোধনী প্রক্রিয়া শুরু হলে তৃণমূলের আসল ভোটব্যাঙ্ক অর্থাৎ রোহিঙ্গা এবং অনুপ্রবেশ কারীদের নাম বাদ যাবে। আর সেই কারণেই এসআইআর যাতে না হয়, তার জন্য প্রতিবাদ শুরু করেছে তৃণমূল। আর এসবের মধ্যেই এবার এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই মেগা বৈঠকের ডাক দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, আজ একটি বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি নিয়ে সেই বৈঠক? ইতিমধ্যেই সেই বৈঠকের ব্যাপারে যে খবর এসেছে, তাতে মনে করা হচ্ছে যে, এসআইআর নিয়ে যে সমস্ত আলোচনা চলছে, তার পরিপ্রেক্ষিতে আগাম দলকে সতর্ক রাখার জন্যই এবং বিজেপি বিরোধী আন্দোলনে আরও বেশি করে শান দেওয়ার জন্যই এই বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী। যেখানে দলের সমস্ত সাংসদদের নিয়ে আজ একটি ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বিশেষজ্ঞরা বলছেন, এটুকু নিশ্চিত যে, আজকের এই ভার্চুয়ালি বৈঠকে বিহারের মতই বাংলাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হবে কিনা এবং শুরু হলে কি পদক্ষেপ হবে তৃণমূলের, জাতীয় স্তরে তারা কিভাবে এর মোকাবিলা করবে, তার নিয়ে হয়ত দিক নির্দেশ দিতে পারে মুখ্যমন্ত্রী। দলীয় সাংসদদের আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করার লাইন বাতলে দিতে পারেন তিনি। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বা মুখ্যমন্ত্রী এই সমস্ত বৈঠক করে এবং এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ করার মত কোনো বার্তা দিয়েও লাভের লাভ কিছু হবে না। নির্বাচন কমিশন বাংলায় ভোটার তালিকায় দুধ এবং জল আলাদা করার কাজ শুরু করবে এবং তার ফলে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বলেই দাবি করছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল। তবে এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীর দলের সমস্ত সাংসদদের নিয়ে আজকের এই বৈঠক থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

Exit mobile version