Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“এই সমস্যার জন্যই বাংলায় হচ্ছে না বিনিয়োগ” মোদীর মন্তব্যে ব্যাপক চাপে তৃণমূল!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গে কোনো শিল্পপতি বর্তমানে বিনিয়োগ করতে আসে না। আর তার প্রধান কারণ তৃণমূলের কাটমানি এবং গুন্ডাগিরি বলেই দাবি করে বিরোধীরা। তবে বিরোধীদের সেই দাবিকে বারবার তৃণমূলের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হলেও, এবার বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় শিল্পে বিনিয়োগ না হওয়া নিয়ে যে কথা বললেন, তাতে চরম অস্বস্তির মুখে পড়ে গেল তৃণমূল কংগ্রেস। যেখানে বাংলায় বিনিয়োগ না হওয়ার কারণ উল্লেখ করে বড় মন্তব্য করলেন নরেন্দ্র মোদী।

বলা বাহুল্য, এদিন দুর্গাপুরের জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বাংলায় যেভাবে শিল্পে বিনিয়োগ হচ্ছে না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “যেখানে ন্যায় বিচারের কোনো আশা নেই, সেখানে কি করে কেউ বিনিয়োগ করবে? এখানকার রাজ্য সরকার যখন মানুষের প্রাণ ও তাদের দোকান সুরক্ষিত করতে পারে না, তখন বিনিয়োগ কারীদেরও চিন্তা হয়। আমি জানি যে, পশ্চিমবঙ্গে যত সম্ভাবনা আছে, তা দেখে দুনিয়ার বিনিয়োগকারীরা এখানে টাকা বিনিয়োগ করতে আসতে চাইবে। কিন্তু যখন দেখেন যে, এখানে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়া হয়, কিভাবে তৃণমূলের লোকেরা ধমকান, ভাঙচুর করা, কাজ বন্ধ করার ধমকি দেন, তখন ওরাও ভয় পালিয়ে যান।”

বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী বাংলার বাস্তব সমস্যার কথা তুলে ধরেছেন। আর এই সমস্যার জালেই এখন জর্জরিত হয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এতদিন বঙ্গ বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলায় শিল্পে বিনিয়োগ না হওয়া নিয়ে তৃণমূলের গুন্ডাগিরিকেই দায়ী করেছিলেন। কিন্তু এবার স্বয়ং প্রধানমন্ত্রী যেভাবে রাজ্যে এসে এই ব্যাপারে তৃণমূলের মুখোশ খুলে দিলেন, তাতে অত্যন্ত চাপে পড়ে গেল ঘাসফুল শিবির বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version