Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলাই পাখির চোখ, রাজ্যে এসে আজই বড় পদক্ষেপ নীতিন নবীনের! জেনে নিন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলা যে বিজেপির কাছে এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। এবার আর ঢিলেঢালা মনোভাব নিয়ে নয়, বিজেপি যে মন থেকেই বাংলা দখল করতে চাইছে, তা আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি দায়িত্ব পাওয়ার কয়েক দিনের মধ্যেই নীতিন নবীনের বঙ্গ সফরের মধ্যে দিয়ে। কয়েকদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মনোনয়ন পেশ করেছিলেন নীতিন নবীন। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে বিজেপির রাজনৈতিক ইতিহাসে সবথেকে কনিষ্ঠতম সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। আর আজ সেই নীতিন নবীন আসতে চলেছেন পশ্চিমবঙ্গে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা না বাজলেও, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতা বুঝিয়ে দিচ্ছে যে, অতীতে যা হয়েছে, হয়েছে। কিন্তু এবার তারা বাংলা দখল করতে চান। আর সেটা মন থেকে দখল করতে চান জন্যেই তারা বাংলায় সাংগঠনিক ক্ষেত্রে এত জোর দিতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বারবার বঙ্গ সফর বুঝিয়ে দিচ্ছে যে, বিজেপি বাংলা নিয়ে কতটা সিরিয়াস। আর সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরেই তড়িঘড়ি নীতিন নবীনের আজ বঙ্গ সফর বাংলার বিজেপি নেতা কর্মীদের যথেষ্ট উৎসাহিত করছে বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আজ বাংলায় পা রাখবেন বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। যেখানে দুর্গাপুরের কমল মেলায় যোগ দেবেন তিনি। আর তারপরেই আজ রাতেই বিজেপির কোর কমিটিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি। স্বাভাবিক ভাবেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে দায়িত্ব পাওয়ার পরেই বাংলাকে পাখির চোখ করে নীতিন নবীনের এই সফর এবং বাংলায় পা রেখে কোর কমিটিকে নিয়ে তার বৈঠকে তিনি ঠিক কি কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

Exit mobile version