Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় SIR নিয়ে বড় খবর! ধামাকাদার সিদ্ধান্ত নিয়ে নিলো নির্বাচন কমিশন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কিভাবে বুথ লেভেল অফিসারদের ওপর প্রভাব বিস্তার করা হচ্ছে, কিভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করে মিথ্যে তথ্য সিস্টেমে যাতে আপলোড করানো যায়, তার চেষ্টা করছে কিছু মানুষ, সেই অভিযোগ বিরোধী দলগুলোর কাছেও আসতে শুরু করেছিল। সেই মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়ে অনেক জায়গাতেই ভুয়ো ভোটারদের নাম থেকে যাচ্ছে বলে দাবি করেছিলেন। বিজেপির অনেকেই বলতে শুরু করেছিলেন যে, পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যেখানে সবরকম কৌশল অবলম্বন করা হয়। এমনকি শেষ পর্যন্ত তৃণমূল ক্ষমতায় থাকার জন্য ভুয়ো ভোটারদের নাম রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। তাই এক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যের মত নজরদারি রাখলে হবে না। কমিশনকে আরও কড়া নজরদারি এবং আলাদা ট্রিটমেন্ট রাখতে হবে বাংলার জন্য। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছিল। যার পর অনেকটাই ভালো গতিতে এগোচ্ছিলো এসআইআর প্রক্রিয়া। আর এবার সেই প্রক্রিয়ায় গতি আনতে এবং স্বচ্ছতা সহকারে গোটা প্রক্রিয়াকে পরিচালনা করতে বড় সিদ্ধান্ত নিয়ে নিলো নির্বাচন কমিশন। যার ফলে খুশি সকলেই।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে প্রথম দিন থেকেই দাবি করা হয়েছিল যে, তারা নাকি কোনোমতেই এসআইআর করতে দেবেন না। পরবর্তীতে এসআইআর শুরু হওয়ার পর যেভাবেই হোক, এই গোটা প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে তৃণমূলের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ভুয়ো ভোটারদের যাতে তালিকায় রাখা যায়, তার জন্য অনেক জায়গাতেই বিএলওদের ওপর প্রভাব বিস্তার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিরোধীদের তরফে। তবে প্রথম থেকেই কমিশন স্বচ্ছতা বজায় রেখে যাতে এই এসআইআর প্রক্রিয়া হয়, তার জন্য কড়া নজরদারি রেখেছিল। ইতিমধ্যেই সুব্রত গুপ্তের মত নিরপেক্ষ অফিসার স্পেশাল রোল অবজার্ভার হিসেবে রাজ্যে এসেছেন। আর এবার আরও পাঁচ জন স্পেশাল রোল অবজার্ভারকে নিয়োগ করলো নির্বাচন কমিশন। যার ফলে বোঝাই যাচ্ছে যে, বাংলায় এসআইআর প্রক্রিয়ায় বিন্দুমাত্র গাফিলতি দেখতে চাইছে না নির্বাচন কমিশন। আর এভাবেই যদি কড়া নজরদারি প্রক্রিয়ায় এসআইআর হয়, তাহলে কোনোভাবেই যে ভুয়ো ভোটারদের রাখার স্বপ্ন সফল হবে না কিছু মানুষের, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন এসআইআর প্রক্রিয়ায় নজরদারির জন্য কমিশনের পক্ষ থেকে আরও বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেখানে রাজ্যের ৫ টি ডিভিশনের জন্য ৫ জন স্পেশাল রোল অবজার্ভারকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে জলপাইগুড়ির জন্য পঙ্কজ যাদব, মালদহের জন্য অলোক তিওয়ারি, বর্ধমানের জন্য কৃষ্ণ কুমার নিরালা, মেদিনীপুরের জন্য নীরজ কুমার বানসোদ এবং প্রেসিডেন্সি ডিভিশনের জন্য রবিকান্ত সিংহকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কমিশন এই সিদ্ধান্ত নেওয়ার পরেই একাংশ বলছেন, এবার আসল খেলা শুরু হবে। যারা এতদিন ভুয়ো ভোটারদের রাখার চেষ্টা করেছিলেন, তারা ভাবছিলেন যে, কেউ বুঝি নজর রাখছে না। কিন্তু সুব্রত গুপ্তর পর পাঁচ ডিভিশনের জন্য ৫ জন স্পেশাল রোল অবজার্ভাভার নিয়োগ করে বাংলায় এসআইআরকে স্বচ্ছ ভাবে সম্পন্ন করাই যে কমিশনের টার্গেট, তা আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল। যার ফলে যারা এই অবৈধ ভোটারদের নিয়ে এতদিন মাতামাতি করছিলেন, তাদের রাতের ঘুম উড়তে শুরু করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version