Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় SIR নিয়ে বড় আপডেট! কি জানালো কমিশন? এখনই জেনে নিন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের মত দেশের আরও একাধিক রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে এখানকার সরকার এবং শাসক দল তার বিরোধিতা করছে, তা আর অন্য কোনো রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। আসলে বাংলায় অনুপ্রবেশকারীদের নিজস্ব ভোটব্যাংক বলে মনে করে তৃণমূল কংগ্রেস বলেই দাবি করছে বিরোধীরা। আর সেই কারণেই এসআইআরকে বন্ধ করার জন্য তারা সব রকম চেষ্টা করে চলেছে বলেই অভিযোগ। তবে এত কিছুর মধ্যেও বাংলায় এসআইআর প্রক্রিয়ায় যতটা কাজ হয়েছে, তাতে সন্তোষজনক মনোভাব পোষণ করছে নির্বাচন কমিশন। যেখানে শাসক দলের পক্ষ থেকে এসআইআরের প্রবল বিরোধিতা সত্ত্বেও এখনও পর্যন্ত ৭ কোটির বেশি মানুষকে ফর্ম দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

বাংলায় এখন সব থেকে বেশি চর্চার বিষয় এসআইআর। বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটার তালিকা স্বচ্ছ করার লক্ষ্যে কাজ করছে কমিশন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, নেওয়ার কাজ করছেন বিএলওরা। অনেক জায়গায় তাদের প্রভাবিত করার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। তবে রাজনৈতিক দলগুলোর নানা অভাব, অভিযোগ থাকা সত্ত্বেও এসআইআরের এখনও পর্যন্ত যতটা কাজ হয়েছে বাংলায়, তাতে আপাতত খুশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। যেখানে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত ঠিক কত ফর্ম দেওয়া হয়েছে এবং তার কতটা ডিজিটাইজেশন হয়েছে, তার সমস্ত তথ্য প্রকাশ্যে এলো।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত গোটা রাজ্যে প্রায় ৭ কোটি ৬৪ লক্ষ ৯৯৩ জন ভোটারকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। তার মধ্যে এখনও ২ লক্ষের বেশি কিছু ভোটারকে এই ফর্ম দেওয়া বাকি রয়েছে বলে খবর। পাশাপাশি ডিজিটাইজেশনের ক্ষেত্রেও প্রায় ১ কোটি ৯৫ লক্ষ ফর্মের কাজ সম্পূর্ণ বলেও জানা যাচ্ছে। আর এখনও পর্যন্ত যতটা কাজ হয়েছে, তাতে খুশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তবে এখনও পর্যন্ত যাদের কাছে ফর্ম পৌছয়নি, তারা কবে সেই ফর্ম পূরণ করবেন আর কবে তা জমা দেবেন, তা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version