Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাংলায় SIR শুরু হতেই বিশৃঙ্খলা? “রোহিঙ্গা বাঁচাও যাত্রা” কটাক্ষ শমীকের!  

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের আরও বেশ কিছু রাজ্যে হচ্ছে এসআইআর প্রক্রিয়া। কিন্তু কোথাও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মত কেউ এত বিরোধিতা করে রাস্তায় নামছে না। যা তৃণমূল কংগ্রেসকে করতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল করছে। আবার অনেক জায়গাতে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে যখন সরকারি আধিকারিকরা কাজ করছেন, তখন তাদের পেছনে পেছনে তৃণমূলের বাহিনী পৌঁছে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই তারা একটা প্রভাব বিস্তারের কাজ করছে বলেই আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। আর এসবের মধ্যেই এবার তৃণমূলের এইভাবে রাস্তায় নামাকে রোহিঙ্গা বাঁচাও যাত্রা বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রসঙ্গত, এসআইআরের ঘোষণা পশ্চিমবঙ্গে হওয়ার পর থেকেই তৃণমূল এর প্রবল বিরোধিতা করতে শুরু করেছে। তবে সকলের একটাই প্রশ্ন যে, এসআইআর তো একটি স্বাভাবিক প্রক্রিয়া। অন্যান্য রাজ্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে। তারা তো তৃণমূলের মত এত বিরোধিতা করছে না? কিন্তু তৃণমূল কেন এই প্রক্রিয়াকে বাধা দিতে রাস্তায় নামছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছেন! তাহলে কি অনুপ্রবেশকারীদের যে ভোটব্যাংক রয়েছে, তা বাদ যাওয়ার আশঙ্কাতেই তার এত ছটফটানি? বিজেপির পক্ষ থেকে যখন এই সমস্ত প্রশ্ন তোলা হচ্ছে, তখন পাল্টা তৃণমূল দাবি করছে যে, বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি। তবে বিজেপি তৃণমূলের এই সমস্ত যুক্তি মানতে নারাজ। আর এসবের মধ্যেই যখন বিভিন্ন জায়গায় এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে, তখন তা নিয়ে তৃণমূলের এসআইআরের বিরুদ্ধে এই রাস্তায় নামাকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গে তো কোনো কিছু নিরামিষ হয় না। সে বনধই হোক, আর ভোটই হোক। যেখানে তৃণমূল কংগ্রেস থাকবে, সেখানে একটু হবে। এই দেখুন না, আবার পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা, রোহিঙ্গা বাঁচাও যাত্রা নেমে পড়েছে।”

Exit mobile version