প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ রাজ্যে সাংবাদিক বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে কথায় কথায় অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। এতদিন অনেকেই বলতেন যে, বাংলা এককালে যে পথ দেখাতো, ভবিষ্যতে ভারত সেই পথেই চলতো। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যে দুর্দশা তৈরি হয়েছে তৃণমূল সরকারের আমলে, তাতে কিন্তু যথেষ্ট চিন্তিত গোটা দেশ। আর আজ সেই কথাই তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিনের সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে অমিত শাহ তৃণমূল সরকারকে আক্রমণ করেন। কথায় কথায় উঠে আসে অনুপ্রবেশ নিয়ে তার প্রতিবাদের সুর। তিনি স্পষ্ট করে দেন যে, বিজেপি ক্ষমতায় এলে একটা পাখিও এপারে আসতে পারবে না। শুধু তাই নয়, এই রাজ্যের সরকারকে বলা হলেও তারা বেড়া দেওয়ার জন্য যে জমি, তা দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত অসহযোগিতা করেছেন বলেই অভিযোগ করেন তিনি। আর সেই বিষয়টিকে উল্লেখ করার পাশাপাশি অনুপ্রবেশ ইস্যু যে আর শুধুমাত্র বাংলার ইস্যু নয়, বাংলার এই পরিস্থিতি নিয়ে যে গোটা দেশ চিন্তিত, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তিনি বলেন, “অনুপ্রবেশ এখন কেবল আর বাংলার ইস্যু নেই। আমি আজ বলে যাচ্ছি, বাংলার সীমান্ত দিয়ে ঢোকা অনুপ্রবেশকারীরা আর বাংলার চিন্তার কারণ নয়। দেশের নিরাপত্তার কারণ হয়ে উঠেছে। দেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বাংলার বর্ডার সিল করে দেবে, এরকম সরকার আনতে হবে। যেটা বিজেপিই করতে পারে।”
