প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাত পোহালেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে বঙ্গবাসীর জন্য বড়সড় উপহার নিয়ে আসতে চলেছেন তিনি। যেখানে বহু প্রতীক্ষিত কলকাতার তিনটি মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। যার ফলে ২৬ এর নির্বাচনের আগে কেন্দ্রের তরফে এই তিনটি প্রকল্পের উদ্বোধন যথেষ্ট উজ্জীবিত করবে শহরবাসীকে। আর কলকাতায় আসার আগেই সোশ্যাল মিডিয়ায় সেই উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, রাত পোহালেই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তার সফরকে কেন্দ্র করে রীতিমত উজ্জীবিত রাজ্যবাসী। আর তার মধ্যেই আজ সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি তিনটি রুটের মেট্রো প্রকল্পের উদ্বোধনের কথা জানিয়ে দেন। পাশাপাশি এই তিনটি রুটের উদ্বোধন হলে কিভাবে উপকৃত হবে শহরবাসী, সেই কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, কলকাতার প্রতি তার আবেগ এবং ভালোবাসার কথাও সেই পোস্টে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। যেখানে তিনি লেখেন, “কলকাতার মানুষের কাছে আসাটা সবসময় বাড়তি আনন্দের বিষয়। এই শহরের উন্নয়নে আমরা বরাবর বদ্ধপরিকর। আগামীকালের অনুষ্ঠান শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা- হেমন্ত মুখোপাধ্যায় রুটে নতুন মেট্রো পরিষেবা চালু হবে। এর ফলে বিমানবন্দর থেকে সবদিকের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃন হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলোরও যোগাযোগ আরও ভালো হবে।”
