Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ভারতীয় সেনাকে খোলা ছাড়, ২২ মিনিটে জবাব” সেনাবাহিনীর সাফল্যে গর্বিত মোদী!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
কাশ্মীরে জঙ্গি হামলার পরেই গোটা দেশের পক্ষ থেকে আওয়াজ উঠেছিল যে, এবার পাকিস্তানকে মুখের মত জবাব দেওয়া হোক। আর দেশবাসীর সেই প্রত্যাশা পূরণ করে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়ে যে পাল্টা প্রতিক্রিয়া পাকিস্তানের বিরুদ্ধে দিয়েছে, তাতে সেই দেশের যে কোমর ভেঙে গিয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন পাকিস্তান বুঝতে পারছে যে, ভারতের সঙ্গে লড়ার মাশুল তাদের কি করে দিতে হয়েছে! আর সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের মধ্যে থাকা কিছু দেশবিরোধী ব্যক্তি, যারা প্রতিমুহূর্তে শত্রু দেশের সাফল্যে বেশি আনন্দিত হন, তারা ভারতীয় সেনা এবং অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তবে ভারতীয় সেনার যে সাফল্য, সেই সাফল্যের কথা গর্বের সঙ্গে সংসদে তুলে ধরলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।

বস্তুত, অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীরা ক্রমাগত দাবি করছিলেন যে, এই বিষয়ে সংসদে আলোচনা করতে হবে। তারা ভেবেছিলেন যে, কেন্দ্র সরকার বুঝি এই বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে পারবে না। কিন্তু ভারতীয় সেনা এবং কেন্দ্রীয় সরকারের কৌশলে যেভাবে পাকিস্তানকে জবাব দেওয়া সম্ভব হয়েছে, তাতে এই বিষয় নিয়ে আলোচনা করা যে কেন্দ্রের কাছে কোনো ফ্যাক্টর নয়, তা বুঝিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। ইতিমধ্যেই সংসদে এই ব্যাপারে আলোচনা হয়েছে। আর সেই আলোচনা পর্বেই অংশ নিয়ে ভারতীয় সেনার সাফল্যের কথা তুলে ধরে যারা দেশের মধ্যে থেকে সেই সেনাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তাদেরও মুখে ঝামা ঘষে দিলেন প্রধানমন্ত্রী।

এদিন সংসদে প্রধানমন্ত্রী বলেন, “দেশের সেনার ওপর ভরসা রয়েছে। সেনার বীরত্ব, ক্ষমতার ওপর বিশ্বাস রয়েছে। সেনাকে খোলা ছাড় দেওয়া হয়েছিল। ২২ এপ্রিলের জবাব ২২ মিনিটে দিয়েছে ভারতীয় সেনা।” অর্থাৎ গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে যে হামলা জঙ্গিরা করেছিল, তার পাল্টা জবাব দিতে গিয়ে যে ভারতীয় সেনাকে খুব একটা বেশি পরিশ্রম করতে হয়নি, অপারেশন সিঁদুর চালিয়ে ২২ মিনিটেই যে পাকিস্তানকে কাবু করা গিয়েছে, তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যে সমস্ত সমালোচকরা ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছিলেন, সংসদে দাঁড়িয়ে সেই সমস্ত সমালোচকদেরও প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন যে, ভারতীয় সেনার সঙ্গে পাঙ্গা নিতে আসলে কেউ ভুল করবে। কারণ এখনকার ভারতীয় সেনারা যথেষ্ট শক্তিশালী এবং তারা শত্রু দেশ তো বটেই, দেশের মধ্যে থেকেও যারা দেশবিরোধীতার মত কাজ করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেও দুবার ভাববে না। কারণ সেনাবাহিনী এবং বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে সবার আগে দেশ। মোদীর মন্তব্যের মধ্যে দিয়ে আরও একবার সেই দেশভক্তি এবং সেনার সাফল্য নিয়ে গর্বিত হওয়ার মুহূর্ত ফুটে উঠলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version