প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই নিজের রাজ্যে কিছু হয়, তখনই কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। এক্ষেত্রে সবথেকে বেশি যখন এই রাজ্যের বুকে দুর্যোগ হয় বা বন্যার মত ঘটনা ঘটে, তখনই হয় ডিভিসি, তা না হলে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে তিনি সমস্ত দোষ চাপিয়ে দেন। সম্প্রতি উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় হয়েছে। আর এসবের মধ্যেই নাগরাকাটায় যে বিপর্যয়, সেই ঘটনায় ভুটানের জল এসেছে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা তাকে খোঁচা দিয়ে ক্লাস সেভেনের ভূগোল বই পাঠানো হবে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে হাসি থামাতে পারছেন না বিশেষজ্ঞরাও।
বলা বাহুল্য, বর্তমানে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা বিপর্যয়ে বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই আবার সেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে ছুটি কাটানোর জন্য যাচ্ছেন। আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে যে সমস্ত মন্তব্য করেছেন, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, একজন মুখ্যমন্ত্রী কি করে এমন মন্তব্য করতে পারেন? তার কি ভৌগোলিক মানচিত্র সম্পর্কেও কোনো জ্ঞান নেই যে, উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে তিনি ভুটানের আসা জলকে দায়ী করছেন! আর এসবের মধ্যেই সেই মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে পাল্টা মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রীকে একটা গ্লোব উপহার দেব। আর ক্লাস সেভেনের ভূগোলের বই পাঠাব। ও ভূগোল জানে না জন্যেই এই ধরনের কথা বলছে।” বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। সেই কারণে উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে কখন কিভাবে কার ঘাড়ে দায় চাপানো যায়, তার সুযোগ খুঁজছিলেন তিনি। আর তার মধ্যেই তিনি ভুটানের আসা জল নিয়ে মন্তব্য করেছেন। আর তার সেই মন্তব্যই হাসির বিষয় হয়ে গিয়েছে সকলের কাছে। আর তার মধ্যে মুখ্যমন্ত্রীকে আরও চাপে ফেলে দিয়ে ভৌগোলিক মানচিত্র সম্পর্কে যে এই রাজ্যের প্রশাসনিক প্রধানের কোনো জ্ঞান নেই, তা বুঝিয়ে দিয়ে তাকে ক্লাস সেভেনের ভূগোল বই পাঠানোর কথা বলে লজ্জায় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।