Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাজল অকাল ভোটের বাজনা! বাংলা সহ ৪ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী মাসেই পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুনরবিবার এই উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটগণনা হবে ২৩ জুন

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে, যেখানে তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রয়াত হন। তিনি ২০২১ সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭০। তিনি ছিলেন জনপ্রিয় নেতা, ঘনিষ্ঠদের কাছে পরিচিত ছিলেন ‘লাল ভাই’ নামে।

বাকি চারটি কেন্দ্র হল —

সব ক্ষেত্রেই মৃত্যু কিংবা পদত্যাগের কারণে আসনগুলি ফাঁকা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে সতর্কতা ও নিরাপত্তা মেনে ভোট গ্রহণ হবে।

এই উপনির্বাচনগুলো রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে লোকসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক ভারসাম্য নির্ধারণে।

Exit mobile version