Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আদালতের কড়া পদক্ষেপেও কোনো লাভ নেই? একি বললেন শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে কলকাতা হাইকোর্ট রয়েছে জন্য বিভিন্ন ক্ষেত্রে বিচার পায় সাধারণ মানুষ। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে যেভাবে অবহেলিত হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলকে, তাতে রাজ্যে আইনশৃঙ্খলার যে চূড়ান্ত অবনতি হয়েছে, তা স্পষ্ট সকলের কাছে। বর্তমানে কলকাতায় যে জলমগ্ন পরিস্থিতি এবং তার ফলে যে বিদ্যুৎপৃষ্ট হয়ে এত মানুষের মৃত্যু হয়েছে, তা নিয়ে রাজ্য সরকার, বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে দায়ী করছে। তবে বিরোধীদের দাবি, রাজ্যের এবং কলকাতা পৌরসভার গাফিলতির জন্যই এতগুলো মানুষের প্রাণ চলে গেল। ইতিমধ্যেই এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের রয়েছে এবং আদালতের পক্ষ থেকে রাজ্যের কাছে সিইএসসির কাছে এবং কলকাতা পৌরসভার কাছে রিপোর্ট তলব করা হয়েছে। তবে আদালত এই পদক্ষেপ নিলেও এতে খুব একটা লাভজনক কিছু দেখতে পাচ্ছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে কলকাতায় জলমগ্ন হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এত মানুষের মৃত্যুর পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে আদালত। স্বাভাবিকভাবেই রাজ্য, বেসরকারি বিদ্যুৎ সংস্থা এবং কলকাতা পৌরসভা কি রিপোর্ট দেয়, তার দিকে অবশ্যই সকলের নজর থাকবে। তবে আদালতের এই নির্দেশ নিয়েই রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরে বড় মন্তব্য করেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই কলকাতা হাইকোর্টের এই রিপোর্ট তলব নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কিচ্ছু হবে না। আমি কলকাতা হাইকোর্টের প্রতি সম্মান রেখেই বলি, যারা ধুলিয়ান, শামসেরগঞ্জে এনআইএ দেয় না, তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন না।” অর্থাৎ এই রাজ্যের প্রশাসনের কাছে যতই রিপোর্ট তলব করা হোক, তারা যে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে এবং মানুষের মৃত্যুতে তাদের কিছু যায় আসে না, তা আদালত যতই কঠোর পদক্ষেপ নিক না কেন, এই রাজ্য প্রশাসন থাকলে রাজ্যের মানুষ কোনো মতেই সুবিচার পাবে না। নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তেমনটাই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Exit mobile version