Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিধানসভায় হুলস্থুল পরিস্থিতি, অসুস্থ বিজেপি বিধায়ককে ফোন করলেন রাজ্যপাল!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল রাজ্য বিধানসভায় যে হলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়, তা কার্যত গোটা রাজ্যে নয়, গোটা দেশে আলোড়ন তৈরি করে। যেভাবে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বিরোধীরা প্রতিবাদ করেছিল এবং তারপর বিরোধী বিধায়কদের একের পর এক সাসপেন্ড করা হয়, তা কার্যত নজিরবিহীন বলেই মনে করেন একাংশ। শুধু তাই নয়, যেভাবে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দেওয়া হয়, তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর আজ অসুস্থ বিজেপি বিধায়ককে ফোন করে তার খোঁজখবর নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

প্রসঙ্গত, গতকাল রাজ্য বিধানসভার ঘটনা নিয়ে সকলেই প্রতিবাদ করছেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, পশ্চিমবঙ্গে অগণতান্ত্রিক সরকার চলছে। সেই কারণে বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। আর বিরোধী বিধায়করা প্রতিবাদ করতে গেলেই তাদের হেনস্থা হতে হয়। ইতিমধ্যেই গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য বিধানসভায় এবং যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, এদিন অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ফোন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। বলা বাহুল্য, ইতিমধ্যেই বিজেপির গতকালের প্রতিবাদ এবং বিধানসভার যে ঘটনা সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে দিল্লি থেকেও ফোন করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। নিজের মুখেই সেই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান রাজ্যপালও ফোন করে অসুস্থ বিজেপি বিধায়কের খোঁজখবর নিলেন।

Exit mobile version