Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিহারের জয়ের সেলিব্রেশন, বাংলায় বিজেপি নেতাকে টানতে টানতে নিয়ে গেলো পুলিশ! শেষ দেখতে চান শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
যে বিহারকে দেখে এক সময় অনেকে বিভিন্ন কথা বলতেন, সেই বিহারে এত বড় নির্বাচন হয়ে গেল, কিন্তু এক ফোঁটাও কোথাও হিংসার খবর পাওয়া গেল না। অথচ পশ্চিমবঙ্গে নির্বাচন নেই, কিন্তু বিহারের জয় বিজেপি পেয়েছে, সেই জয়ের উদযাপন করা হলো বিজেপির পক্ষ থেকে। আর সেই উদযাপন কেন করা হয়েছে, সেই অপরাধে এক বিজেপি নেতাকে রীতিমত টেনে হিচড়ে নিয়ে গেল পুলিশ। একটি সর্বভারতীয় দল বিজেপি। সে কোনো রাজ্যে জয়লাভ করেছে, তার উচ্ছ্বাস অন্য রাজ্যে হতেই পারে। কিন্তু সেটাই অপরাধ হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে? তাই গতকাল কোচবিহারে বিজেপির জেলা সম্পাদককে যেভাবে গ্রেফতার করা হয়েছে, সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিহারের মত রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে গেল। কিন্তু সেখানে এত শান্তিপূর্ণ নির্বাচন দেখে সকলেই বলছেন যে, বাংলায় কেন একটি সামান্য নির্বাচনেও এত সন্ত্রাস হয় কেন? বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হবে না কেন? কিন্তু নির্বাচন তো পরের কথা। বিহারে এত বড় জয় এসেছে, তারপর বিজেপি কর্মীরা তার উদযাপন পশ্চিমবঙ্গে করছেন, অথচ সেখানেও এই রাজ্যের পুলিশের দাদাগিরি দেখতে পাওয়া গেল। অন্তত তেমনটাই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে দিনহাটায় বিজেপির বিহারের সেলিব্রেশন করার কারণে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অজয় রায়কে। আর পুলিশের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠে গোটা বিষয় নিয়ে শেষ পর্যন্ত লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার প্রতিবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক শ্রী অজয় রায়কে স্রেফ বিহারে এনডিএর বিপুল জয় উদযাপন করার অপরাধে দিনহাটায় গ্রেফতার করে টেনে হিঁচড়ে নিয়ে গেল দলদাস পুলিশ। এই বেআইনি গ্রেফতারের মূল কান্ডারী হলেন দিনহাটা থানার আইসি জয়দেব মোদক এবং এসআই আশরফ আলম।” পাশাপাশি দিনহাটার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদায়ন গুহর দিকেও গোটা ঘটনায় ইঙ্গিত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, যেভাবে বিজেপি নেতা অজয় রায়কে গ্রেফতার করা হয়েছে, তাতে বিচারের দাবিতে তারা শেষ পর্যন্ত লড়াই করবেন বলেও জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Exit mobile version