Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিহারে রেকর্ড জয়ের পরেই দুই নেতাকে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন শুভেন্দু! কে তারা? জেনে নিন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারে নির্বাচনী প্রচারে অনেক লাফালাফি করেছিল বিরোধী জোট। রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এমন সমস্ত কথাবার্তা বলতে শুরু করেছিলেন, যেন তারা ক্ষমতা দখল করে ফেলেছেন। তারা মুখ্যমন্ত্রী কে হবে, সেটাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু তাদের এই অপরিপক্ক রাজনৈতিক মেধাকে যে মানুষ মোটেই গুরুত্ব দেয়নি, বিহারের মানুষ যে সুশাসন এবং বিকাশের পক্ষেই থেকেছেন, তা গতকাল যে রেকর্ড মার্জিনে এনডিএ শিবির জয়লাভ করেছে, তার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে। বিহারের এই ফলাফল সামনে আসার পর আবারও প্রমাণ হয়ে গিয়েছে যে, রাহুল গান্ধী বা বিরোধী মহাজোটে যে সমস্ত নেতারা রয়েছে, তাদেরকে মানুষ মোটেই গুরুত্ব দেয় না। যে কংগ্রেস সর্বভারতীয় দল বলে নিজেদেরকে দাবি করে, সেই কংগ্রেসের আজ এতটাই করুণ দশা যে, বিহারের মাটিতে তারা মাত্র পাঁচটি আসনে জয়লাভ করেছে। আর কাকতালীয়ভাবে গতকাল ছিল শিশু দিবস। আর যে ফলাফল বিরোধীদের সামনে এসেছে, যেভাবে তারা এত হম্বিতম্বি করার পর মাত্র কয়েকটা আসন দখল করে মুখ রক্ষা পর্যন্ত করতে পারেনি, তারপর তাদের অনেকেই রাজনীতিতে নেহাত শিশু ছাড়া আর কিছু বলে সম্বোধন করতে রাজি নয়। আর সেই দিনেই তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীকে শিশু দিবসের শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী।

বিহারে ভোটের প্রচারে একটা ওয়েদার তৈরি করতে দেখা যাচ্ছিল বিরোধী মহাজোটকে। রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা একত্রিত হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছিলেন। দাবি করার চেষ্টা করছিলেন যে, মানুষ তাদের সঙ্গে আছে। যার ফলে বিজেপির একটা মহলও রীতিমত চিন্তিত হয়ে পড়েছিল যে, তাহলে কি এবার বিহারে খেলা ঘুরতে চলেছে? কিন্তু কিসের কি? অতীতে কোনোদিনও এত রেকর্ড মার্জিনে জয় দেখতে পাওয়া যায়নি, যা গতকাল হয়েছে। কার্যত বিরোধীদের দুরমুশ করে দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে এনডিএ। বিজেপিও একক গরিষ্ঠ দল হিসেবে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে। আর তারপরেই বিজেপি শিবির থেকে রাহুল গান্ধী ৯৫ বার এখনও পর্যন্ত পরাজয়ের মুখ দেখেছেন, আর পাঁচবার হলেই তিনি সেঞ্চুরি করবেন বলে কৌতুক করা হচ্ছে। আর সেই রেশ ধরে রেখেই এত হম্বিতম্বি করার পরেও যেভাবে বিহারে তারা মুখ থুবড়ে পড়েছে, তা নিয়ে মন্তব্য করতে গিয়ে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে আরও লজ্জায় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন বিহারের ফলাফল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। আর সেখানেই বিরোধীদের এই শোচনীয় পরাজয়কে হাতিয়ার করে তিনি বলেন, “রাহুল গান্ধী রাজনীতিতে ৯৫ বার ফেল করেছেন এবং ভারতবর্ষের ভোট রাজনীতিতে রাহুল গান্ধী তার পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে বারবার ফেল করেছেন। এবারে উনি রাজনীতি করবেন, নাকি সন্ন্যাস নেবেন, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে আজকে শিশু দিবস। আমি শিশুদের প্রতি আমার মমত্ব, ভালোবাসা রেখেই বলছি, আমি তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী দুজনকেই শিশু দিবসের শুভেচ্ছা জানাবো।”

Exit mobile version