প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সমস্ত জল্পনা, কল্পনা, এক্সিট পোল সবকিছুকে পেছনে ফেলে দিয়ে বিহারে রেকর্ড মার্জিনে জয় পেয়েছে এনডিএ শিবির। কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এত বিপুল ভোটে যেডিইউ এর নেতৃত্বাধীন এনডিএ জোট বিহারে জয়লাভ করবে। এমনকি বিরোধীরাও রীতিমত আশাবাদী ছিলেন যে, তারা এবার বিহারে ক্ষমতা দখলের কাছাকাছি পৌঁছে যাবেন। কিন্তু তাদের যে শোচনীয় পরাজয় হয়েছে, তারপর আর বিরোধী নেতাদের ক্যামেরার সামনে আসাই কার্যত দায় হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে জয়ের সেলিব্রেশনে যখন মেতে উঠেছেন বিজেপি নেতা কর্মী থেকে শুরু করে গোটা এনডিএ শিবির, ঠিক তখনই আর মাত্র কিছু সময় পরেই বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ সকাল থেকেই গোটা দেশবাসীর নজর ছিল বিহারের নির্বাচনী ফলাফলের দিকে যত সময় যাচ্ছিল ততই বিরোধী জোটকে পেছনে ফেলে ক্রমাগত এগিয়ে যেতে শুরু করেছিল এনডিএ জোট। জেডিইউয়ের নেতৃত্বাধীন এনডিএ শিবির এতটাই চমকপ্রদ ফলাফল করেছে যে, রীতিমত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বিরোধীরা। এমনকি বিজেপিও অত্যন্ত ভালো ফলাফল করেছে। আর এই পরিস্থিতিতে বিহারের ক্ষমতা নিজেদের হাতে থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিজেপি নেতা কর্মীরা।
জানা গিয়েছে, আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তার জন্য অপেক্ষা করছেন বিজেপি নেতাকর্মীরাও। প্রায় প্রত্যেকটি রাজ্যে জয়লাভের পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। আর বিহারের এই অভূতপূর্ব ফলাফল এবং বিরোধী জোট কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার পর তার বার্তা দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি নেতা কর্মীদের পাশাপাশি গোটা এনডিএ শিবির। ঘড়ির কাঁটায় একদম সন্ধ্যা ৬ টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পৌঁছে যাবেন নরেন্দ্র মোদী। আর সেই জায়গা থেকেই জয়ের সেলিব্রেশনে মেতে ওঠা বিজেপি কর্মীদের বিহারের এই অভূতপূর্ব ফলাফলের পর কি বার্তা দেন তিনি, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।
