Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তৃণমূলে রদবদল হতেই কি আগুনে ঘি পড়ল? তড়িঘড়ি ময়দানে নেমে অভিষেকের বার্তা, জল্পনা বাড়ালো আরও

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় নতুন সভাপতি এবং চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। তবে উত্তর কলকাতা এবং বীরভূম জেলায় ঘোষণা করা হয়েছে কোর কমিটি। স্বাভাবিকভাবেই সেই দুই জেলায় কেন কোর কমিটি হলো, তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার বড় মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “উত্তর কলকাতা এবং বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে নিজে বলেছেন, কোর কমিটিতে যারা ছিলেন, সেখানে অনুব্রত মণ্ডলও থাকবেন।

গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে, আপনারা দেখেছেন। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছেন এবং ৭ জন বিধায়ক রয়েছেন, তার সঙ্গে ট্রেড ইউনিয়নের দুইজনকে রাখা হয়েছে। সবাই মিলে টিমওয়ার্ক করে কাজ করবে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক নয়।”

Exit mobile version