Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বীরভূমে ফের অনুব্রত বনাম কাজলের দ্বন্দ্ব? দুই গোষ্ঠীর সংঘর্ষে বাড়ি ভাঙচুর! উত্তপ্ত এলাকা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বীরভূম জেলায় বর্তমানে তৃণমূলের দুটি গোষ্ঠীর দাপাদাপি চলছে। একদিকে অনুব্রত মণ্ডল এবং আর এক দিকে কাজল শেখের ঠান্ডা লড়াই নিয়ে সকলেই অবগত। মাঝেমধ্যেই দুই পক্ষের অনুগামীরা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ছে বলে খবর সামনে আসে। মাঝে কিছুদিন অশান্তির খবর পাওয়া না গেলেও, এবার ফের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে গোষ্ঠীর সংঘর্ষে রীতিমত উত্তপ্ত হয়ে উঠলো বীরভূম। কিন্তু ঠিক কি ঘটনা ঘটেছে?

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকেই মূলত অশান্তির সূত্রপাত। যেখানে এই পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একটি সমস্যা তৈরি হয়। একদিকে রয়েছেন কাজল শেখের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত বীরভূম ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের গোষ্ঠী এবং অন্যদিকে রয়েছেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ট বলে পরিচিত বকুল শেখের গোষ্ঠী। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ দুই গোষ্ঠীর অনুগামীরা বাঁশ, লাঠি নিয়ে একে অপরের বাড়ি ভাঙচুর করতে শুরু করে। স্বাভাবিক ভাবেই তৃণমূলের এই দুই গোষ্ঠীর অশান্তিতে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এলাকা জুড়ে। ইতিমধ্যেই এলাকায় টহলদারি শুরু করেছে পুলিশ।

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ এর নির্বাচনের আগে তৃণমূলের মধ্যেই এখন সব থেকে বেশি অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। যার ফলে গৃহযুদ্ধে রীতিমতো জেরবার শাসক দল। বীরভূম জেলা তৃণমূলের যতই শক্ত ঘাঁটি হোক না কেন, এখানে এখন অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর সঙ্গে কাজল শেখের গোষ্ঠীর যে লড়াই চলছে, তা ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই অভ্যন্তরীণ কোন্দল বিরোধীদের বাড়তি ফায়দা এনে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version