প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ শিল্পের দেবতা বিশ্বকর্মা দেবের পূজা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এবং অনেক বাড়িতেও পূজার্চনা চলছে। তবে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে যে, এই রাজ্যে শিল্প কোথায়? বিশ্বকর্মা দেব কোথায় পুজো নেবেন? কারণ তৃণমূল সরকারের আসার পর শিল্প সম্ভাবনা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। টাটাকে এই রাজ্য থেকে তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্প সম্ভাবনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন বলেই অভিযোগ করছে বিরোধীরা। আর আজ সেই বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই পশ্চিমবঙ্গের শিল্পের অন্তঃসারশূন্য দশা নিয়ে সোচ্চার হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটি ছাড়া আর কিছুই দিতে পারেন না বলে কটাক্ষ করলেন তিনি
বলা বাহুল্য, গতকালই হলদিয়ায় একাধিক বিশ্বকর্মা পুজোর সূচনা অনুষ্ঠান থেকে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে যেভাবে শিল্পের দিক থেকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল সরকার, তা নিয়ে খোঁচা দিয়েছিলেন তিনি। আর আজ সেই একই কথা শোনা গেল বিরোধী দলের আর এক নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। তিনিও দাবি করলেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আমলে শিল্প বলতে কিছু নেই। তাই বিশ্বকর্মা দেব, যার পুজো হচ্ছে, তিনিও ঘুরে বেড়াচ্ছেন যে, কোথায় গিয়ে তিনি পুজো নেবেন! কারণ যে রাজ্যে শিল্প নেই, সেই রাজ্যে শিল্পের দেবতা কোথায় অবস্থান করবেন?
এদিন বালুরঘাটে সুকান্তবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে, মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পূজার ছুটি ঘোষণা করেছেন। আর সেই বিষয় নিয়ে রাজ্যকেই পাল্টা খোঁচা দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ছুটি দেওয়াটাই মুখ্যমন্ত্রী পারেন। রোজগার তো দিতে পারেন না। এমনিতেই তো গোটা বছরই ছুটি করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে তো বিশ্বকর্মা ঘুরে বেড়াচ্ছে। কোথায় পুজো হবে! শিল্পই নেই, পুজোটা কোথায় হবে? সারা বছরই এখানে কর্মীদের ছুটি। এখানে তো কোনো কাজ নেই। তারা অন্য রাজ্যে গিয়ে কাজ পাচ্ছে।”