প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর হওয়ার পর তৃণমূলের আতঙ্ক যে দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছে, তা নতুন করে বলতে হবে না। প্রত্যেকটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। নির্বাচন কমিশনকেও আক্রমণ করছেন তিনি। বিজেপির বক্তব্য, এসআইআর হলে অবৈধ ভোটব্যাঙ্ক ধ্বংস হয়ে যাবে। আর সেই কারণেই তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না। আর তার জন্যই তাদের এত আর্তনাদ। আর এসবের মধ্যেই এবার খাস কলকাতার বুকে ঘটে গেল এক বড় ঘটনা। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হলো বেলেঘাটা থানায়।
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। প্রতিনিয়ত এই এসআইআরের বিরুদ্ধে হুমকি, হুশিয়ারি দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের। তাদের এই গাত্রদাহ কেন হচ্ছে, তা খুব ভালো মতই বুঝতে পারছে বিরোধীরা। এমনিতেই বিভিন্ন জায়গায় বিজেপিকে কোনো কর্মসূচি করতে বাধা দেওয়া থেকে শুরু করে ভয় দেখানোর অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তবে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা ক্যাম্প করা হয়েছিল। আর সেই ক্যাম্পে ভাঙচুরের ঘটনায় এবার মাঠে নেমে পড়লো গেরুয়া শিবির।
সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে বেলেঘাটায় এসআইআরের পরিপ্রেক্ষিতে একটি সহায়তা ক্যাম্প করা হয়েছিল। এমনকি সেই ক্যাম্প থেকে সিএএ নিয়েও সহায়তা শিবির করেছিল পদ্ম শিবির। তবে সেই ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা কর্মীরা। আর তার পরিপ্রেক্ষিতেই আজ বেলেঘাটা থানায় দলীয় পতাকা নিয়ে রীতিমত বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি। যাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। গেরুয়া শিবিরের প্রশ্ন, রাজ্যে তো বিজেপি বলে কিছু নেই। তারপরেও কেন তাদের এত ভয়? যেখানে তাদের ক্যাম্প পর্যন্ত ভেঙে দিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই বিজেপি নেতা কর্মীদের বেলেঘাটা থানায় এই প্রতিবাদ বিক্ষোভ কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
