Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে কড়া অ্যাকশন সিবিআইয়ের! পুজোর মুখেই গ্রেপ্তার ২ তৃণমূল কর্মী!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ এর ভোট পরবর্তী হিংসায় এই রাজ্যে প্রচুর বিজেপি কর্মীর প্রাণ দিয়েছিল। তবে সবথেকে বেশি যে বিষয় নিয়ে চর্চা হয়, তা হচ্ছে, কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ঘটনা। প্রথম দিন থেকেই বিজেপি এই ঘটনা নিয়ে উঠে পড়ে লেগেছিল। যেভাবেই হোক, তারা বিচার চান, সেই দাবি তুলে আইনের দ্বারস্থ হয় নিহত বিজেপি কর্মীর পরিবার। এমনকি শুভেন্দু অধিকারী ও গোটা বিষয়টি নিয়ে মাঝেমধ্যেই সোচ্চার হয়েছেন। ইতিমধ্যেই এই অভিজিৎ সরকার খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক পরেশ পাল থেকে শুরু করে স্বপন সমাদ্দারের মত ব্যক্তিত্বদের নাম জড়িয়ে পড়েছিল। যার ফলে তৃণমূল এমনিতেই অস্বস্তিতে ছিল। তবে মাঝেমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত এবং তার গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলতে দেখা যাচ্ছিল নিহত বিজেপি কর্মীর পরিবারকে। আর এই পরিস্থিতিতে এবার পুজোর মুখেই বড় পদক্ষেপ গ্রহণ করলো সিবিআই।

বলা বাহুল্য, এই কাকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে বিরোধীরা প্রথম দিন থেকেই শাসকের চক্রান্তের বিষয়টিকে সামনে এনেছিল। তাদের একটাই বক্তব্য ছিল যে, তৃণমূলের পক্ষ থেকেই তাদের কর্মীকে খুন করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে আদালতের দরজায় যায় পরিবার। শুরু হয় সিবিআই তদন্ত। আর এবার সেই সিবিআইয়ের পক্ষ থেকেই স্বপন সমাদ্দারের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যেই কাকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় পুজোর আগে দুই তৃণমূল কর্মী গ্রেপ্তার হতেই রীতিমত চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল।

জানা গিয়েছে, সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে অমিত দাস এবং টুম্পা দাস নামে দুই ব্যক্তিকে। মূলত, এদের নাম সিবিআইয়ের প্রথম চার্জশিটে ছিল। তবে দীর্ঘদিন ধরেই তারা পলাতক ছিলেন। অবশেষে তাদের গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ এই অমিত দাস এবং টুম্পা দাস নামে দুই তৃণমূল কর্মীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। স্বাভাবিকভাবেই পূজোর মুখে দুই তৃণমূল কর্মী যেভাবে কাকুরগাছিতে নিহত বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন, তাতে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version