Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার! সাত সকালেই নন্দীগ্রামে বেরিয়ে পড়লেন শুভেন্দু!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের কিভাবে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢোকানো যায়, তার চেষ্টা সবসময় করে যায় তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রশাসন। বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ যেমন করা হয়, ঠিক তেমনই চোখের সামনে দেখতে পাওয়া যায় যে, কিভাবে তৃণমূল নেতারা পুলিশকে গালিগালাজ করার পরেও, তারা জেলের বাইরে থাকেন। কিন্তু বিরোধীরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করলেও তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি যে দলদাসমূলক, সেই ব্যাপারে বিরোধিরা যে সোচ্চার হবে, তা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কিছুদিন আগেই বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার ঘটনায় থানায় ঢুকে প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর আজ সাত সকালেই বড় কর্মসূচি নিলেন তিনি।

বর্তমানে এই রাজ্যের বুকে তৃণমূল সরকারের আমলে কেউ কোনোভাবেই প্রতিবাদ করতে পারবে না। এটাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। কেউ তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাদেরকে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করা হবে। সে সাধারন মানুষ হোক, কিংবা বিরোধী দলের কর্মী, কারওর ক্ষেত্রেই দলদাস প্রশাসন কোনো বিরোধিতা সহ্য করতে পারছে না বলেই অভিযোগ বিরোধীদের। আর এসবের মধ্যেই নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই যখন প্রতিহিংসামূলক আচরণ বৃদ্ধি পাচ্ছে বিরোধী নেতাকর্মীদের ক্ষেত্রে, ঠিক তখনই আজ পুলিশে নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ মিছিল এবং সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, আজ বিজেপির কর্মীদের ওপর মিথ্যা মামলা এবং মহিলাদের ওপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি কর্মসূচি করা হয়। যেখানে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত একটি মিছিল করেন বিজেপি কর্মীরা। আর তারপরেই একটি সভা অনুষ্ঠিত হয়। যে সভা থেকে পুলিশের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গর্জে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে একেবারে সাত সকালেই নন্দীগ্রামের মাটিতে পুলিশে নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা।

Exit mobile version