Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“বিজেপি বিধায়কের জন্য ডান্ডায় তেল লাগানো আছে” প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি তৃণমূল নেতার! কোথায় পুলিশ প্রশাসন?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছেন। এসআইআরের বিরুদ্ধে হুমকি হুশিয়ারি দিতে দেখা যাচ্ছে শাসক দলের নেতা-নেত্রীদের। কেউ চোখ উপড়ে নেওয়ার বার্তা দিচ্ছেন, আবার কেউ বা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে। যেখানে বিরোধীরা সামান্য গণতান্ত্রিক প্রতিবাদ করতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে প্রশাসন বলে অভিযোগ। সেখানে তৃণমূল নেতারা প্রকাশ্য মঞ্চ থেকে এই ধরনের হুমকি হুঁশিয়ারি দেওয়ার পরেও কি করে চুপ থাকে সেই পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর এসবের মধ্যেই এবার প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়ককে রীতিমত নাম করে হুমকি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বলা বাহুল্য, ইতিমধ্যেই এই রাজ্যজুড়ে তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা একাধিক মন্তব্য করছেন। যা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে এসবের মধ্যেই বাঁকুড়ার ছাতনার তৃণমূলের ব্লক সভাপতি কিছুদিন আগেই বিজেপি বিধায়কের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তারপর তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছিল। কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে ফের প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিকে রীতিমত হুমকি দিয়ে বসেন তিনি।

এদিন বাঁকুড়ার ছাতনায় তৃণমূলের দলীয় সভায় বক্তব্য রাখেন ব্লক সভাপতি রেজাউল খান। আর সেখানেই রীতিমত ছাতনার বিজেপি বিধায়ককে হুমকি দিয়ে বসেন তিনি। তৃণমূলের এই ব্লক সভাপতি বলেন, “ছাতনা বিধানসভা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর জেলা সভাপতি হাতে তুলে দেব। আর সত্যনারায়ণকে বলছি, সেদিনও বলেছি, আজকেও বলছি। সেলফি শুধু তুলতে গেলে ডান্ডাতে তেল লাগানো আছে। সত্যনারায়ণের জন্য ডান্ডাতে তেল লাগানো আছে।” আর এখানেই বিজেপির পাল্টা প্রশ্ন যে, একজন তৃণমূলের চুনোপুটি নেতা কি করে একজন জনপ্রতিনিধির উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করতে পারেন বিজেপি নেতারা? সামান্য প্রতিবাদ করলে যেখানে পুলিশ প্রশাসন মিথ্যে মামলা দিতে দুই মিনিট সময় নেয় না, সেখানে তৃণমূল নেতাদের ছাড় দেওয়া হচ্ছে কেন? কেন এইভাবে আইন হাতে তুলে নেওয়ার মত মন্তব্য করেও ছাড় পেয়ে যাচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি? এরপর যদি বিজেপি বিধায়কের কোনো ক্ষতি হয়, তাহলে তার দায় এই তৃণমূল নেতা এবং পুলিশ প্রশাসনকে নিতে হবে বলেই দাবি করছে বিরোধীরা।

Exit mobile version