Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বিজেপি নাকি শূন্য পাবে! ববি হাকিমের কথা শুনেই পাল্টা যা বলে ফেললেন শমীক!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআরের আতঙ্কে তৃণমূল এখন যা খুশি, তাই করতে শুরু করেছে‌। কখনও তারা রাস্তায় নেমে এর বিরোধিতা করছে, আবার কখনও বা দাবি করছে যে, এবার তারা আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। তবে যারা ক্ষমতায় আসার ব্যাপারে এত বেশি কনফিডেন্ট, তারা কেন এসআইআরকে ভয় পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর এসবের মধ্যেই এসআইআরের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস যখন কলকাতায় মিছিল করছেন, ঠিক সেই মিছিলের পরেই রাজ্যের মন্ত্রী ববি হাকিম দাবি করেছেন যে, এই কর্মসূচি দেখার পর বিজেপি রীতিমত আতঙ্কিত, তারা এবার একটি আসন পাবে না। আর ববি হাকিমের সেই মন্তব্যেরই জবাব দিতে গিয়ে পাল্টা বড় মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু কোনো রাজ্যে সেভাবে কেউ এই তৃণমূলের মত রাস্তায় নেমে এই এসআইআরের বিরোধীরা করছে না। কারণ সকলেই জানে যে, এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া। একটি নির্দিষ্ট সময় অন্তর এই প্রক্রিয়া হয়ে থাকে, আগেও হয়েছে। কিন্তু তৃণমূলের কেন এত গাত্রদাহ হচ্ছে? তার কারণ খুঁজতে গিয়ে বিজেপি একটাই কথা বলছে যে, তৃণমূল জানে এসআইআর হলে অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। আর তাদের নাম বাদ গেলে তারা ক্ষমতায় থাকবে না জন্যেই রাস্তায় নেমে এই এসআইআরের বিরোধিতা করে আসর জমাতে চাইছে পশ্চিমবঙ্গের শাসক দল। আর সেসবের মধ্যেই রাজ্যের মন্ত্রী ববি হাকিম যখন আরও একধাপ এগিয়ে তৃণমূলের এসআইআর বিরোধী মিছিল দেখার পর বিজেপি আর একটিও আসন পাবে না বলে মন্তব্য করছেন, তখন পাল্টা নিজের দলের মধ্যেই টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন ববি হাকিম বলে দাবি করলেন শমীক ভট্টাচার্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই ববি হাকিম যেভাবে বিজেপিকে আক্রমণ করেছেন এবং যেভাবে এসআইআর বিরোধী তৃণমূলের মিছিল দেখার পর বিজেপি আতঙ্কিত এবং একটি আসন পাবে না বলে দাবি করেছেন, সেই বিষয় নিয়ে তার কাছে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শমীকবাবু বলেন, “উনি নিজের দলের মধ্যে টিআরপি বাড়াচ্ছেন। ফিরহাদ হাকিম, আগে আমরা জানতাম একজন নমাজি হিন্দু। নামাজও পড়েন এবং বিরাট দুর্গাপুজো করেন, সুন্দর দুর্গাপুজো করেন। এখন তো আবার উনি দাওয়াত ই ইসলামের কথা বলছেন। মাঝখানে মিনি পাকিস্তান বললেন। এখন আবার বলছেন, বিজেপি ভয় পেয়ে গিয়েছে। আমি তো ভাবছিলাম, ফিরহাদ হাকিম এবার বিহারের প্রচারে যাবেন।” অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি এই মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে, ববি হাকিম মুখে যতই বড় বড় কথা বলুন না কেন, তারা জানে, এসআইআর হওয়ার ফলে তারা কতটা বিপদের মুখে রয়েছে। তাই এখন নিজের দলের কাছেই তিনি কিছুটা চ্যালেঞ্জের থাকার কারণে টিআরপি বাড়াতে এই সমস্ত মন্তব্য করে বিজেপিকে চাপে ফেলার রাস্তা বেছে নিয়েছেন বলেই দাবি শমীক ভট্টাচার্যের।

Exit mobile version