Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সত্যিই কি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা? সোশ্যাল মিডিয়ায় বড় তথ্য দিলেন মমতা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার অভিযোগ করছেন যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হেনস্তা হচ্ছে। আর এই বিষয়কে সামনে রেখেই বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। লাগাতার ভাবে দলের সমস্ত সংগঠনকে আন্দোলন করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বা বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর এই সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আর সেসবের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় একটি এনজিওর তথ্য তুলে ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বর্তমানে যেভাবে লাগাতার ভাবে তিনি অভিযোগ করেছিলেন যে, বাঙালিরা বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা হচ্ছে। আর তার পক্ষেই একটি এনজিওর রিপোর্টকে সামনে আনেন মুখ্যমন্ত্রী। তার দাবি, নিউইয়র্কের এই এনজিও বাঙালি হেনস্থার বিষয়টিকে তুলে ধরেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই পোস্ট করে বোঝাতে চাইছেন যে, শুধুমাত্র তিনি নন, আন্তর্জাতিক স্তরের সংগঠনগুলিও এখন বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে মুখ খুলছেন। তাই এটা গোটা দেশের কাছে লজ্জা বলেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, “নিউইয়র্কের এনজিও হিউম্যান রাইট ওয়াচও বাঙালি হেনস্থার বিষয়টিকে তুলে ধরেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের হেনস্থা ও বাংলাদেশ পুশব্যাক করা হচ্ছে। আমরা যা বলছি, এনজিওর রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিও পরিকল্পিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এসব করছে। এটা লজ্জার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও এখন ভারতের বিভিন্ন জায়গায় ভাষা সন্ত্রাসের কথা বলছে।”

Exit mobile version