Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় প্রশ্ন, আইনজীবীদের মতামত চাইলেন বিচারপতি! বুধে ফের শুনানি!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। গতকাল শুনানি না হলেও, আজ থেকে সেই শুনানি শুরু হয়েছে। যেখানে রাজ্যকে এর আগে সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ মহার্ঘ ভাতা ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও, তা রাজ্য পালন করেনি বলেই অভিযোগ। আর এসবের মধ্যেই আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি হতেই হাইকোর্টের পক্ষ থেকে এই মহার্ঘ ভাতা নিয়ে যে পর্যবেক্ষণ করা হয়েছে, তা নিয়েই সমস্ত পক্ষের আইনজীবীর মতামত জানতে চাইলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। ঠিক কি জানতে চেয়েছে শীর্ষ আদালত?

জানা গিয়েছে, এদিন সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি শুরু হয়। রাজ্যের পক্ষ থেকে বারবার করে আদালতের কাছে এই যুক্তি তুলে ধরা হচ্ছে যে, কেন্দ্রীয় হারে রাজ্যকে ডিএ দিতে হবে, এমন কোনো যুক্তি নেই। পাশাপাশি রাজ্য এটাও বলছে যে, মহার্ঘ ভাতা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। আর সেই বিষয় নিয়েই এবার সমস্ত পক্ষের আইনজীবীর মতামত জানতে চাইলেন বিচারপতি। যেখানে তিনি বলেন, “কলকাতা হাইকোর্ট বলেছিল যে, মহার্ঘ ভাতা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই ব্যাপারে আপনাদের কি মতামত! আমরাও বিষয়টা বিবেচনা করে দেখি। বিষয়টি মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা পর্যালোচনা করে দেখা হয়। কিন্তু এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ রয়েছে।” অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্ট মহার্ঘ ভাতাকে মৌলিক অধিকার বলে যে পর্যবেক্ষণ করেছিল, তা নিয়ে কিছুটা হলেও সংশয় প্রকাশ করা হয়েছে এবং সেই কারণেই এই বিষয়টি স্পষ্ট করার জন্য সমস্ত পক্ষের আইনজীবীর মতামত জানতে চেয়েছেন বিচারপতি। যা বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে সুপ্রিম কোর্টের বিচারপতি মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা এই বিষয়ে সকল পক্ষের কাছে জানতে চাইলেও, আজ মূলত রাজ্য সরকারের বক্তব্যই শোনা হয়েছে। সেক্ষেত্রে আগামীকাল বুধবারের শুনানি পর্বে আন্দোলনকারীদের পক্ষ থেকে আইনজীবীরা বিস্তারিত বলবেন। আর শীর্ষ আদালতের বিচারপতি যেহেতু মহার্ঘ ভাতা নিয়ে বিষয়টিতে আরও স্পষ্ট ধারণা পাওয়ার জন্য সমস্ত পক্ষের আইনজীবীদের মতামত জানতে চেয়েছেন, তাই আগামীকালের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে যে মহার্ঘ ভাতা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, সেই বিষয়ে আরও বেশি করে যুক্তি দেওয়া হবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু রাজ্যের এই যুক্তিকে খন্ডন করে বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের এতদিনের যে আন্দোলন এবং তাদের যে দাবি, তা পূরণের জন্য তারা এবং তাদের আইনজীবীরা আদালতের কাছে কতটা গ্রহণযোগ্য যুক্তি দিতে পারেন এবং শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা মৌলিক অধিকার কিনা, তা নিয়ে কি পর্যবেক্ষণ জানায় সুপ্রিম কোর্ট, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

Exit mobile version