প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি এই রাজ্যের বুকে ঘটে গিয়েছে এক ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা। যেখানে কলকাতার উপকণ্ঠে আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু তারপরেও এই রাজ্যের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে যাননি। এমনকি মোমোর যিনি মালিক, যাকে গ্রেফতার করা উচিত ছিল, তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। ফলে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে একসময় বিদেশ সফর করেছিলেন, তাই তাকে ছেড়ে রাখা হয়েছে বলে পাল্টা ছবি সামনে এনে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর জ্বলন্ত এই ইস্যু নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই সেই ইস্যুকে হাতিয়ার করেই ব্যারাকপুরের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও গাড্ডায় ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইতিমধ্যেই এই রাজ্যের বর্তমান সময়ে সবথেকে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আনন্দপুরের কাছে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি মোমোর মালিক কেন গ্রেপ্তার হচ্ছে না, এর সঙ্গে যে একটা বড় চক্র জড়িয়ে রয়েছে, সেই দাবি তুলে দমকল মন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলছে বিরোধীরা। আর তার মধ্যেই আজ সেই আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়টিকে তুলে ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও চাপের মুখে ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তাঁর বক্তব্যে এই কথাও উঠে এলো যে, এই আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা সেখানে গেলেও তাদের কিভাবে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ এই রাজ্যে যে অরাজকতা চলছে, সেই সমস্ত খবর যে তার কাছে রয়েছে, তা বুঝিয়ে দিলেন অমিত শাহ।
এদিন ব্যারাকপুরে বিজেপির কর্মী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই তিনি বলেন, “আনন্দপুরে যে আগুন লেগেছে, তা দুর্ঘটনা নয়। ২৫ জন মানুষ মারা গিয়েছেন। ২৭ জন মানুষ নিখোঁজ। এটা কেন হলো? মোমো কারখানার যিনি মালিক, তিনি কার ঘনিষ্ঠ? সেখানে কার টাকা বিনিয়োগ হয়েছে? বিমানে ওই মালিক সফর করেছেন। কেন তাকে গ্রেফতার করা হলো না? এতজন মানুষ মারা গেলেন। অনুপ্রবেশকারী হলে এই রকমই করতেন মমতাজি? এই নিয়ে রাজনীতি কেন করছেন? লজ্জা পাওয়া উচিত। জলাজমিতে গুদাম হয়েছে। তা বাইরে থেকে কেন বন্ধ ছিলো? ভেতরে লোক জুড়ে পুড়ে মরছে বাইরে আসতে পারেনি। মমতাজি পর্দা দিতে চাইলে দিন। এপ্রিলের পরে বিজেপির সরকার আসবে। এই অগ্নিকাণ্ডের অপরাধীদের জেলে পাঠাবো।”
