Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বনগাঁর সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুকে গ্রেপ্তারের হুমকি? “ক্ষমতা থাকলে করে দেখাবেন” মমতাকে পাল্টা দিলেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসআইআর আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, তা আর বিরোধীদের নতুন করে বোঝাতে হবে না। গতকাল বনগাঁয় গিয়ে তিনি বিজেপির উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেছেন। আর তার সেই সমস্ত মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা। অনেকেই গতকালের মন্তব্য নিয়ে আড়ালে টিপ্পনি কাটতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে নাম না করে গতকাল বনগাঁর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে যে সমস্ত মন্তব্য করেছেন, তা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী বনগাঁর সভা থেকে একাধিক মন্তব্য করেছেন। যার মধ্যে অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তিনি এমন কিছু কথা বলেছেন, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। নাম না করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে আক্রমণ করতে গিয়ে বলেছেন যে, ভয়েই নাকি তিনি বিদেশ পালিয়ে গিয়েছেন, দেশে ফিরলেই নাকি তিনি গ্রেপ্তার হবেন। ইত্যাদি অনেক কথা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনা গিয়েছে। আর সেই ব্যাপারেই এবার পাল্টা ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করে দেখাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন বীরভূমের সাঁইথিয়ায় পরিবর্তন সংকল্প সভা সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ওনার ক্ষমতা থাকলে উনি গ্রেফতার করে দেখাবেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সরকারি কাজে গিয়েছেন এবং তিনি ২৪ তারিখ ফিরেও এসেছেন। উনি জানেন না। উনি এরকম ব্যক্তিগত আক্রমণ করে চমকান। চমকে লাভ হবে না। আমাকেই তো চমকাতেন। কিন্তু আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারেননি। তাই এসব বলে লাভ হবে না। শান্তনু খুব শক্ত ছেলে এবং ওর পরিবারও খুব শক্ত। উনি জানেন না, আমি যেমন মন্ত্রিত্ব ছেড়ে চলে এসেছি, ঠিক তেমনই শান্তনুর বাবাও মন্ত্রী ছিলেন।‌ ওনাকে তাড়াননি। কিন্তু উনি মন্ত্রিত্ব ছেড়ে, ওনাকে চ্যালেঞ্জ করে মতুয়াদের নিয়ে সিএএর জন্য কাজ করেছেন।”

Exit mobile version