Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বঙ্গে অমিত শাহ, নিউটাউনের হোটেল থেকে বেরিয়েই সন্তোষ মিত্র স্কোয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল রাতেই পশ্চিমবঙ্গে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার হাত ধরে কলকাতার দুটি পুজোর উদ্বোধন হওয়ার কথা। আজ সকালে নিউটাউনের হোটেলে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি ঘরোয়া বৈঠক করেন তিনি। আর তারপরেই তিনি কখন সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন, তার দিকে সকলের নজর ছিল। অবশেষে সেই পুজো মন্ডপে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বলা বাহুল্য, গতকাল রাতেই কলকাতা বিমানবন্দরে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তাকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা। আর তারপরেই তিনি নিউটাউনের একটি বেসরকারি হোটেলে পৌঁছে যান। সেখানেই রাত্রিবাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সকালেই সেখানে বিজেপির রাজ্য নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করেন তিনি। আর পশ্চিমবঙ্গের যে পুজো উদ্বোধনে অমিত শাহ এসেছেন, সেখানে তিনি কখন যাবেন, কি বার্তা দেবেন, তার দিকে সকলের নজর ছিল। অবশেষে কিছুক্ষণ আগেই বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যের বিরোধী দলনেতাকে সঙ্গে নিয়ে সজল ঘোষের পূজোয় পৌঁছে গেলেন অমিত শাহ।

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির সর্বভারতীয় স্তরের কোনো নেতৃত্বের ২৬ এর নির্বাচনের আগে বাংলার দুর্গাপুজোয় উপস্থিত হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। আর সেই কথা খুব ভালো মত করেই বুঝতে পেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই কারণেই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আগে চতুর্থীর দিনেই কলকাতার দুটি পুজো মন্ডপের উদ্বোধন হচ্ছে তার হাত ধরেই। যার মধ্যে বিজেপি নেতা সজল ঘোষের জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ার রয়েছে। সেখানে এবারের থিম অপারেশন সিঁদুর। যে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে কিছুদিন আগেই শত্রুপক্ষ পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। আর দেশের সেনাবাহিনীর সেই সাফল্যের কথা পূজা মন্ডপের মধ্যে দিয়ে তুলে ধরেছে সন্তোষ মিত্র স্কোয়ার। স্বাভাবিকভাবেই সেই পুজ মণ্ডপে পৌঁছে এবার পশ্চিমবঙ্গের শারদ উৎসব এবং ২৬ এর নির্বাচনের আগে বাংলার মানুষকে কি বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version