Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল, ভর্তি হাসপাতালে! কি জানালেন চিকিৎসকরা?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
মাঝে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে গতকাল তাকে রাজ্য বিধানসভায় বেশ সক্রিয় অবস্থায় দেখা গিয়েছে। শাসকের বিরুদ্ধে সোচ্চার আন্দোলনে অংশগ্রহণ করেছেন তিনি। আর এবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জানা গিয়েছে, গতকাল রাতেই শারীরিক অসুস্থতা বোধ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে সিটি স্ক্যান করা হয় বিজেপি বিধায়কের। আর সেখানেই ধরা পড়ে যে, তিনি মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই তার অনুগামী থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা সকলেই বিজেপি বিধায়কের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রয়েছেন।

কিন্তু বিজেপি বিধায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে কি জানাচ্ছেন চিকিৎসকরা? বর্তমানে নিউরোমেডিসিন চিকিৎসকের অধীনেই রয়েছেন অগ্নিমিত্রা পাল। চিকিৎসকদের পর্যবেক্ষণ, আপাতত তেমন কোনো সমস্যার কারণ নেই। যে সমস্যা হয়েছে, তাতে ওষুধ দেওয়া হচ্ছে বিজেপি বিধায়ককে। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে খুব অতি মাত্রায় চাপের কারণেই যে বিজেপি বিধায়কের এই শারীরিক অসুস্থতা, সেই কথাও জানিয়েছেন চিকিৎসকরা।

Exit mobile version