Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“বুকে পাথর রেখে বিজেপিকে ভোট দিন” পরিবর্তনের লক্ষ্যে বাম-কংগ্রেসের ভোট আনতে কৌশলী বার্তা শমিকের

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে ২০২১ সালেও পরিবর্তনের লক্ষ্যে চেষ্টা চালিয়েছিল বিজেপি। কিন্তু দিনের শেষে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি। ৭৭ এই আটকে গিয়েছে বিজেপির বিজয়রথের টাকা। ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর তার পরবর্তী সময়কালে বারবার করে বিজেপি নেতাদের গলায় শোনা গিয়েছে, বাম এবং কংগ্রেসের ভোট কাটার তত্ত্ব। তারা বারবার করে একথা বোঝানোর চেষ্টা করেছেন, বাম এবং কংগ্রেস যদি তৃণমূলকে সরানোর জন্য লড়াই করত, তাহলে ভোট কাটাকুটিতে অনেক আসনেই তৃণমূল বেরিয়ে যেতে পারত না। কিন্তু তারা অনেক ভোট কেটে নিয়েছে জন্যই আজকে ২০২১ সালে রাজ্যে পরিবর্তন হয়নি বলে এই দাবি করেছেন বিজেপি নেতারা। তবে ২০২৬ এ পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে শেষ সুযোগ রয়েছে পরিবর্তন ঘটানোর জন্য, তা সকলেই বুঝতে পারছেন। আর তাই সাধারণ মানুষের কাছে যেমন একত্রিত হওয়ার আবেদন বিজেপি নেতারা করছেন, ঠিক তেমনই এবার বাম এবং কংগ্রেস সহ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এককালে মুখ্যমন্ত্রী করার জন্য পরিশ্রম করেছিলেন, তাদের সকলকে বুকে পাথর চাপা রেখে কষ্ট হলেও পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানালেন শমীক ভট্টাচার্য।

বলা বাহুল্য, এই রাজ্যের বুকে বিজেপি হয়ত তৃণমূলকে সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু বিজেপি নেতারাও খুব ভালো মতো জানেন যে, একা তাদের চেষ্টার দ্বারা কিছু হবে না। কারণ অনেক আসন রয়েছে, যেখানে বাম এবং কংগ্রেস ফ্যাক্টর। ফলে তারা যদি ভোট কেটে নেয়, সেক্ষেত্রে বিজেপির সুযোগ থেকেও শেষ পর্যন্ত সেই ভোট কাটাকুটিতে বেরিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস‌। আর এভাবেই কম ভোটের মার্জিনে অনেক আসনে জয়লাভ করে তৃণমূল শেষ পর্যন্ত আবার ক্ষমতা দখল করতে পারে। তাই সেই ভোটের অংকে যাতে তৃণমূল জিততে না পারে, তার জন্য এবার বাম, কংগ্রেসের কাছে বড় আবেদন জানালেন বিজেপির রাজ্য সভাপতি। নীতিগত বিরোধিতা হয়ত তাদের সঙ্গে রয়েছে। কিন্তু বাংলায় যে অরাজকতার পরিস্থিতি চলছে, তাতে পরিবর্তনের লক্ষ্যে অন্তত সকলে মিলে একত্রিত হয়ে শেষবারের জন্য কষ্ট হলেও বিজেপিকে ভোট দিন বলে আবেদন করলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বামপন্থী যারা এতদিন সিপিআইএমকে ভোট দিয়েছিলেন, আমরা বিশ্বাস করি, আমরা আবেদন করছি তাদের কাছে, কংগ্রেসের কর্মীদের কাছে এবং যারা ঘাম, রক্ত ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন তাদের কাছে যে, আজকে একটা রাজ্য প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। যদি শেষ রক্ষা করার কোনো ব্যবস্থা থাকে, তাহলে অন্তত এই নির্বাচনে কিছু দিনের জন্য বুকে পাথর রেখে হলেও বাঁ হাতে বোতামটা টিপে দিন।”

Exit mobile version