Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী চুরি, তদন্ত করতে পৌঁছে গেল সিআইডি!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই খবর আসে যে, প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী চুরি গিয়েছে। যে বাড়িতে তিনি থাকতেন না, তার খবর হয়ত আগেভাগেই ছিল। আর সেই কারণেই সুযোগ বুঝে তার বাড়ি থেকে পদ্মশ্রীর মত সম্মান চুরি করে নেওয়ার অভিযোগ উঠেছে। স্বাভাবিক ভাবেই কারা এর পেছনে জড়িত, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। ইতিমধ্যেই গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী। আর অবশেষে সেই ঘটনায় প্রাক্তন সাঁতারুর বাড়িতে পৌঁছে গেল রাজ্যের তদন্তকারী সংস্থা।

বলা বাহুল্য, গতকালই খবর আসে যে, প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী সম্মান চুরি গিয়েছে। আর সেই ঘটনায় রীতিমত ভেঙে পড়েন বুলাদেবী। গোটা ঘটনায় তদন্তের দাবি উঠতে শুরু করে। অবশেষে সেই প্রাক্তন সাঁতারুর বাড়িতে আজ পৌঁছে যায় সিআইডির প্রতিনিধি দল। যেখানে তার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বুলাদেবী যে এই বাড়িতে থাকতেন না, তার খবর যারা এই ঘটনা ঘটিয়েছেন, তাদের কাছে আগেভাগেই ছিল। আর সেই কারণেই তারা এতটা নিশ্চিত হয়ে পদ্মশ্রীর মত সম্মান চুরি করে নিয়েছেন। তাই সিআইডি যে তদন্তভার নিয়েছে, অবিলম্বে সেই তদন্ত শেষ করা উচিত এবং এক্ষেত্রে যারাই এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কেননা পদ্মশ্রীর মত সম্মান যেভাবে চুরি করে নেওয়া হয়েছে, তাতে রীতিমতো ভেঙে পড়েছেন প্রাক্তন সাঁতারু। স্বাভাবিকভাবেই সিআইডির তদন্তে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version