Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চাকরি যাতে দিতে না হয়, তার জন্য একের পর এক সরকারি পদের অবলুপ্তি? মমতার ক্যাবিনেটের পর্দাফাঁস করলেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে এসএসসি নিয়ে যে সমস্ত কাণ্ডকলাপ চলছে, যেভাবে পরীক্ষা হওয়ার পরেও দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকার শিক্ষিত বেকারদের কোনো চাকরি দেবে না। যেভাবেই হোক, ভোটব্যাংকের রাজনীতি করে ভোটের আগে কিছু ভাতা, ভর্তুকি দিয়ে মানুষের মন জয় করে আবার তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে। চাকরি দিতে গেলে তো একটি নির্দিষ্ট পরিমাণ বেতন দিতে হবে। কিন্তু যদি প্রত্যেকটি পরিবারের কাউকে কাউকে হাজার টাকা করে ভাতা ধরিয়ে দেওয়া যায়, তাহলে ভোট ব্যাংকের রাজনীতি করা যেমন সুবিধে হবে, ঠিক তেমনই সকলকে খুশি রাখা যাবে। আর তার ফলে তিনি খুব সহজেই ক্ষমতায় চলে আসতে পারবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তা ভাবনা যে আজ থেকে নয়, অতীতেও যে তিনি এই কাজ করেছেন এবং ক্যাবিনেট বৈঠকে একের পর এক সরকারি দপ্তরের পদের অবলুপ্তি করার মত সিদ্ধান্ত নিয়েছেন, এবার সেই তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষিত বেকারদের চাকরি না দিয়ে ভাতা ভর্তুকি দিয়ে ভোটব্যাংক মজবুত করার চেষ্টা করেন। এটা এতদিনে রাজ্যবাসী বুঝে গিয়েছে। তবে তারপরেও যখন এসএসসি হয়েছে, তখন অনেক আশা নিয়ে শিক্ষিত চাকরি প্রার্থীরা তারা পরীক্ষায় বসে ছিলেন। তবে আবার তারা ভাবতে শুরু করেছেন যে, এবারও হয়ত পরীক্ষা দেওয়াটাই ভুল হলো। কারণ ইন্টারভিউতে অনেক অযোগ্য ব্যক্তিরাও ডাক পেয়েছেন বলে অভিযোগ উঠছে। আর সেসবের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চাকরি দেবেন না। আর এর পেছনে যে বৃহত্তর গোপন এজেন্ডা কাজ করছে, সেই কথাও স্পষ্ট করলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই এসএসসিতে আবার দুর্নীতির অভিযোগ আসছে বলে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রসঙ্গেই বলতে গিয়ে তিনি যখন মন্ত্রী ছিলেন, তখন কিভাবে একের পর এক ক্যাবিনেট বৈঠকে অমিত মিত্রের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পদের অবলুপ্তি ঘটিয়েছেন, সেই তথ্য ফাঁস করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “এই মহিলা চাকরি দিতে পারেন না। পরিষ্কার কথা। আমি ওনার সঙ্গে কাজ করেছি, এক একটা ক্যাবিনেট বৈঠকে অমিত মিত্র মহোদয়, গিলোটিন বলে না! শূলে চড়ানো, এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে, এই পোস্টগুলোকে অবলুপ্তি ঘটালাম। সেখানে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। আমি যে দপ্তরে ছিলাম, সেখানে কিছু করলে প্রতিবাদ করতাম। কিন্তু অন্য কোথাও তো প্রতিবাদ করার সুযোগ নেই। ৬ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্তি করেছে, অমিত মিত্রের কথায় মমতা ব্যানার্জির ক্যাবিনেট ২১ সাল‌ থেকে অদ্যাবধি। এই মহিলা চাকরি দেবেন না।”

Exit mobile version