Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চাকরিহারা শিক্ষকের মৃত্যু, “ডাকাতরানী দায়ী” বলে গর্জে উঠলেন শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০১৬ সালে এসএসসির পুরো প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গিয়েছে। তবে যারা যোগ্য ব্যক্তি, তাদের চাকরি কেন অযোগ্যদের এবং কিছু দুর্নীতির কারণে বাতিল হলো, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই যোগ্য ব্যক্তি হিসেবে রাস্তায় নেমেছেন। অনেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন। আর এই পরিস্থিতিতে গতকাল সুবল সোরেন নামে এক চাকরিহারা ব্যক্তির মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে, চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। অবশেষে সেই চিন্তা থেকেই তার মৃত্যু হয়েছে। আর এই পরিস্থিতিতে গতকাল গোটা ঘটনায় গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, ডাকাত রানী এবং তার পার্ষদরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু কাকে এই ডাকাত রানী বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা?

বলা বাহুল্য, গতকালই সুবল সোরেন নামে এক চাকরিহারা ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসে। আর সেই ঘটনার পরেই তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীই এর জন্য দায়ী। চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। আর তারপরেই তার মৃত্যু হয়েছে। আর এই ঘটনার কথা উল্লেখ করেই সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী। সরাসরি এই রাজ্যের সরকারকে দায়ী করেছেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, “সুবল সোরেন, যিনি আদিবাসীও বটে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার সহকর্মীরা নীরব প্রতিবাদ করছেন। এর পাল্টা সরকারি দল যারা আছে, তারা বলবেন যে, অসুখ, তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, ইত্যাদি, ইত্যাদি। হ্যাঁ, আমরা বলছি না যে, মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ডাইরেক্ট মেরে দিয়েছে। আমরা বলছি, এরকম একটা কম বয়সী শিক্ষক, সেরিব্রালের ক্ষেত্রে বারবার বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বলেন, হাইপার টেনশন একটা বড় কারণ। কাজেই একটা কম বয়সী ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না। হাইপারটেনশন আসে কেন? ফলে এই কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার পার্ষদরা আছেন, তারাই এই ঘটনার জন্য দায়ী।”

Exit mobile version