Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চাকরিহারাদের জন্য চরম দুঃসংবাদ! এই খবরে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না মমতাও!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ২০১৬ সালের এসএসসি পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তারপর যোগ্য চাকরিহারা ব্যক্তির আন্দোলন করলেও, এবার সেই আন্দোলনে যে লাভেল লাভ কিছু হবে না এবং যে কারণে তারা আন্দোলন করছেন, সেই চাকরি যে কেউ ফিরে পাবেন না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

বলা বাহুল্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রায় ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি চলে যাওয়ার পরেই নাম না করে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একাধিকবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই দুঁদে আইনজীবীর সঙ্গে এবার দেখা করতে গিয়ে চাকরিহারারাও যে কথা শুনলেন, তাতে তারা যেমন ভেঙে পড়লেন, ঠিক তেমনই বিকাশবাবুর এই কথা যদি সত্যি হয়, তাহলে আগামী দিনে কুল, কিনারা খুঁজে পাবেন না স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, শনিবার সকালে চাকরিহারাদের একটা অংশ যারা আন্দোলন করছেন, তারা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান। আর সেখানেই তাদের বড় কথা জানিয়ে দেন বিকাশবাবু। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, “আপনারা কেউ চাকরি ফিরে পাবেন না, আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে তার জন্য তৈরি হন।” এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রিভিউ পিটিশন করলেও তাতে যে লাভের লাভ কিচ্ছু হবে না, মোদ্যা কথা, কেউ যে চাকরি ফিরে পাবেন না, সেই কথাও স্পষ্ট করে দিয়েছেন বিকাশ ভট্টাচার্য।

বিশেষজ্ঞরা বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত দুঁদে আইনজীবী। তিনি খুব ভালো করেই জানেন, কখন কি হতে পারে। যেভাবে সুপ্রিম কোর্টে ছেলেমেয়েদের চাকরি চলে গিয়েছে এবং এর পেছনে যে একটা বড় দুর্নীতি রয়েছে, তা সকলের কাছেই স্পষ্ট। এখন সরকার রিভিউ পিটিশন করে চাকরিহারাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করলেও, লাভের লাভ কিছুই হবে না বলেই জানিয়ে দিলেন বিকাশবাবু।

আর তারই মন্তব্য যদি সত্যি হয়, আগামী দিনে যদি সত্যি সত্যিই চাকরি হারাদের পরীক্ষায় বসতে হয়, তাহলে আগামী বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হওয়া মোটেই সহজ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কাছে। কার্যত চাকরিহারাদের ক্ষোভ এবং যন্ত্রণার অভিশাপে কুল কিনারা খুঁজে পাবে না তৃণমূল কংগ্রেস বলেই মত গোটা রাজনৈতিক মহলের।

Exit mobile version