Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি শুরু, ৭ দিনের হেফাজতে চেয়ে বড় দাবি ইডির!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা রাজ্যের নজর রয়েছে ব্যাঙ্কশাল কোর্টের দিকে। যেখানে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভবিষ্যৎ কি হবে, তিনি কি জামিন পাবেন, নাকি শ্রীঘরে যেতে হবে তাকে, সেই নিয়ে শুনানি এবং রায়দান হওয়ার কথা। ইতিমধ্যেই সেই শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে। আর শুনানির একদম শুরুতেই রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলো ইডি।

ইতিমধ্যেই রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। তবে তার বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে, মন্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন। কারণ তার কাছ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা জানতে চাইছেন। আজ সেই মামলার শুনানি ইতিমধ্যেই আদালতে শুরু হয়েছে। আর সেখানেই ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রাজ্যের মন্ত্রীকে তারা সাত দিনের জন্য হেফাজতে নিতে চাইছেন। তার কারণ ইতিমধ্যে মন্ত্রীর বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। যার মধ্যে কিছু টাকার তথ্য তিনি দিতে পারলেও, বাকি টাকার হিসাব তিনি দিতে পারেননি। আর সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কোনো প্রভাবশালী এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে কিনা, তা জানতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই সাত দিনের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইডি।

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবেই হোক রাজ্যের এই মন্ত্রীকে হেফাজতে নেওয়ার জন্য রীতিমত মরিয়া হয়ে উঠেছে। কেননা তার বিরুদ্ধে একাধিক তথ্য রয়েছে ইডির কাছে। ইতিমধ্যেই গতকালও ইডি বীরভূমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। যেখানে কিষাণ মান্ডিতেও তল্লাশি চালিয়ে তারা বেশ কিছু তথ্য এবং অর্থের হদিশ পেয়েছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয় নিয়ে তাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজ আদালতের কাছে মন্ত্রীকে সাত দিনের জন্য হেফাজতে নেওয়ার দাবি ইডির পক্ষ থেকে করা হয়েছে। ফলে দিনের শেষে আদালত কি নির্দেশ দেয়, কি হয় চন্দ্রনাথ সিনহার ভবিষ্যৎ, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version