Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চারিদিক থেকেই বন্ধ দরজা, এবার নিজের সরকার বাঁচাতে শেষমেশ এই পদক্ষেপ নিলেন মমতা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। আর তারপর থেকেই যোগ্য চাকরিহারা ব্যক্তিরা আন্দোলন শুরু করেছেন। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ রীতিমত গলার কাঁটা হয়ে গিয়েছে রাজ্যের তৃণমূল সরকারের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে পাচ্ছেন না, কি করে এসব এড়ানো যায়! প্রত্যেকটি দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। তাই এবার নিজের সরকার বাঁচানোর জন্য বিধানসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে ২০১৬ সালের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করা হলো।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ২০১৬ সালের এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা, যারা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাদের ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, গ্রুপ সি চাকরি হারা কর্মীদের ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি চাকরিহারা কর্মীদের ২০ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য। বলা বাহুল্য, ইতিমধ্যেই এই ব্যাপারে নবান্ন থেকে একটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামান্য ভাতা দিয়ে যোগ্য ব্যক্তিদের অপমান করা হচ্ছে বলে পাল্টা সোচ্চার হয়েছিলেন চাকরিহারা ব্যক্তিরা। তবে এবার সরকারিভাবে সেই বিজ্ঞপ্তি ঘোষণা করে দিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বিরোধীরা বলছেন, এই ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি ঘোষণা করে মুখ্যমন্ত্রী কিছুটা হলেও বাঁচার চেষ্টা করলেন। কারণ তিনি নিজেও জানেন যে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আদালতে গিয়ে বারবার তাদের হোঁচট খেতে হবে। তাই এবার যারা আন্দোলন করছেন, যাদের আন্দোলনে রীতিমত নাজেহাল হয়ে পড়েছে সরকার, তাদের কিছুটা শান্ত রাখার জন্যই সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে বুঝেই এবার এই ভাতামূলক বিজ্ঞপ্তি ঘোষণা করে নিজের সরকার বাঁচানোর মরিয়া চেষ্টা শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। যদিও বা তাতে আখেরে কোনো লাভ হবে না। কারণ যুব সম্প্রদায়ের এই বঞ্চনা শিক্ষক, শিক্ষিকারা যেভাবে সরকারের দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন, তাতে আগামী দিনে এই সরকারের পতন অনিবার্য বলেই দাবি করছে বিরোধীরা।

Exit mobile version