Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ছিঃ ছিঃ! দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডেও জড়িত তৃণমূল? বড় পাণ্ডা গ্রেপ্তার হতেই পর্দাফাঁস শুভেন্দুর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে যত অপরাধমূলক ঘটনা ঘটে, প্রত্যেকটি ক্ষেত্রেই, বলা ভালো, বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের নেতা কর্মীদের যোগ খুঁজে পাওয়া যায়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তেমনটাই অভিযোগ করতে দেখা গিয়েছে বিরোধীদের। তবে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের ঘটনা সামনে আসার পর সেখানেও তৃণমূলের যোগ পাওয়া যাবে। কিন্তু নাসিরুদ্দিন নামে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, তিনি তৃণমূলের লোক বলেই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার বক্তব্য, শাসক যেখানে শোষক, সেখানে আইনশৃঙ্খলার যে এই অবনতি হবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়।

ইতিমধ্যেই দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য্ আরজিকর কাণ্ডের পর আবারও এই ধরনের ঘটনা রাজ্যের বুকে ঘটায় রীতিমত তেড়েফড়ে নেমেছে বিরোধীরা। আজ সেই দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে সমস্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে, তার মধ্যে একজনের কথা তুলে ধরে রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট ভাষায় দাবি করেন, এই ঘটনার সঙ্গেও তৃণমূলের যোগ রয়েছে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী?

এদিন দুর্গাপুরে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজকে যে গ্রেফতার হয়েছে, নাসিরুদ্দিন, সে দুর্গাপুর পৌরসভার অস্থায়ী কর্মী। তার বাবা তৃণমূলের পার্টির পদাধিকারী। এতদিন এই ঘটনার সঙ্গে অনেক তত্ব চলছিল, কিন্তু এবার একটি নতুন তত্ত্ব যুক্ত হলো যে, এই গণধর্ষণের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবেই শাসক যেখানে শোষক, সেখানে আইনের এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির আদেশ হয়, সেটা পশ্চিমবঙ্গ পুলিশ, মমতার পুলিশকেই করতে হবে।”

Exit mobile version